বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

রোশনি ইসলাম



রোশনি ইসলাম

পথে পথে

অন্তরে বাইরে সবুজ প্রান্তর
লাল লাল পলাশ শিমুল
দিনগুলি রাতগুলি প্রতিটি মুহূর্ত
মহোৎসব পৃথিবীর পথে পথে ––––
শব্দময় চরাচর সারাজীবন
সেতার এসরাজ ভরা সন্ধ্যায়।
হাসির শব্দে মেশে রঙ
আমাদের মরমী গানগুলি






স্বপ্ন-স্বপ্ন

স্বপ্ন স্বপ্ন ভ্রমণ
স্লিপিং বিউটি চলচ্চিত্রের
                সেই প্রাসাদ।
ওয়াল্ট ডিজনি বলতেন ––––
যদি স্বপ্ন দেখো, তবেই
       ছুঁয়ে যাবে বাস্তব।
#
ক্যামেরা বন্দী ছবি
                 নানান রঙিন মুহূর্ত  






কমলালেবু-সকাল

স্মৃতিগুলো কত নিবিড় এলোমেলো।
সেই যে শীতের মরশুমে কমলালেবু-সকাল
উষ্ণতর সূর্যের আলোয় প্যানজি ডায়ান্থাস
                          ঘূর্ণায়মান নাগরদোলা





রং

রং-তুলির আঁচড়
ক্যানভাস কল্পনা-শক্তি।
উত্তাল শব্দ
নীল হলুদ সবুজ
গল্প-গল্প খেলায়
সূর্য উজ্জ্বল রঙিন।
সমুদ্র-ঘ্রাণ মেখে
          উড়ছে ঘুড়ি ––––
              তরঙ্গ ভাঙছে তীরে






ভেলকিবাজ

মেঘের বিছানায়
            স্বপ্নগুলো ভাসে
ওজের ভেলকিবাজ
             সেই আজব দুনিয়ায়।
নিরাপদে সন্ধ্যা আসে
ঘরের দরজায়।