বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

কোয়েলী ঘোষ





কোয়েলী ঘোষ

মৃত্যুকাল

প্রতিটি দিন এগিয়ে চলেছি  মৃত্যুর দিকে ।

নীল তিমি মাছ ঘুরছে নীল সমুদ্রে ।

একের পর এক বাধা পেরিয়ে ,

নেশার জালে  ধরা পড়া ছোট ছোট মাছ ।
একে একে দিয়েছে ঝাঁপ অন্ধকূপে ।
ফেরার  পথ নেই  । ''ব্লু হোয়েল ''


খুব ভোরের বেলা ঘুম থেকে উঠেই সেই তানপুরা মনে পড়ে ।

আকাশে তখন কমলা রঙের সূর্য উঠছে ।

বাতাসে ভৈরবী সুর বিস্তার , মনে পড়ে ।

এখনও বিষণ্ণ আকাশে ভেসে আসে সেই পুরনো গান ।

আমি দিতে পারি অনেক কিছুই

তুমি কি দেবে ফিরিয়ে এতগুলো বছরের দীর্ঘশ্বাস ?


ভেসে গেছে ঘর , ভেঙ্গেছে নদীর পাড় ,

ডুবে ডুবে পেরিয়ে যাই মাঝ সমুদ্দুর ।

কোথায় সেই ঘর ? আশ্রয় ?

বানভাসি চোখে বড় উগ্র সভ্যতার আলো ।

মাঝে মাঝে বৃষ্টি এখনো পড়ে । তবু নীল নীল আকাশ বলে তুই আসবি ।
 কাশ ফুল দিয়েছে দোলা নদীতীরে ।
শিউলি ফুটে ঝরে পড়ে গেছে , পদ্ম ফোটেনি পুকুরে ।
এখনও ঘর ,মাঠ ,ঘাট ডুবে আছে জলে ।
শূন্য কোল , ভেসে গেছে ছেলে । দুর্গা ঝুলেছে গলায় ফাঁস ।

এখন কোন আড়ম্বরে আসবি বল মা  ?
আমি চলে যেতে চাই সেই নিশ্চিন্দিপুর ।
মাঠ পেরিয়ে , ঘাট পেরিয়ে সেই গ্রামটা
কোথাও খুঁজে পাচ্ছি না ।




ফেরার সময় হল

এখনও সেই ছায়া ছায়া পথ দিয়ে হেঁটে গেলে তোমার পদচিহ্ন দেখতে পাই ।
শাল ,জারুল ,আমলকী বন আকাশ ছোঁয়া , আমি হাত বাড়িয়ে ছুঁতে পারিনা তোমায়।
ভোরের প্রার্থনায় বেদ ,উপনিষদের ধ্বনি ভেসে আসে -- প্রান্তর জুড়ে তার প্রতিধ্বনি ।
তমসাচ্ছন্ন খণ্ড খণ্ড আকাশ ,মুখ ফিরিয়ে তখনই তুমি সরে যাচ্ছ দূরে -- বহুদূর ।
ঝরে পড়েছে গাছের তলা জুড়ে স্বর্ণচাঁপা ফুল ,মাটিমাখা ।অবিশ্রান্ত বৃষ্টির পর - ক্লান্তির
পথ । এবার ফিরে যাবার সময় হল ।
কোয়েল