বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

বিপ্লব গঙ্গোপাধ্যায়




বিপ্লব গঙ্গোপাধ্যায়

ফসলের শিহরণ

জলের স্পর্শ আজ এঁকে নিই গায়ে
ঘুং নেই  কোন অন্তরাল
এই লিপ্ততা ...... বেজে ওঠে আন্তরিক নিবিড়  আশ্লেষে

ফসলের শিহরণ
উষ্ণ মানবিক হাত    আকুলতা মাখা
ছুঁয়ে আছে সস্নেহ সবুজ 

 চলন্ত ছায়ার কোলাহল
জলের নূপুরে সেই ধ্বনিময় স্বর
ঝিঙেফুল আলো ......
 রাতের  চাদরে আজ ঢেকে আছে চাঁদ ।  



আলো

নীতির দাসত্ব    মেনে চলা গাইডলাইন
 সে জানেনা
 সোজাপথ চেনে ।  ঘুরেফিরে অলিগলি গোপন ক্যামেরাবন্দী
 আদর্শের বুলি   তত্বকথা  আনুগত্য
          শেখেনি তেমন কিছু  চিহ্ন বা প্রতীক।
সরলরেখাটি ধরে হাটি হাটি পা
যেদিকে দুচোখ যায়... যতদূর ।
 পায়ের  পাতার নীচে নির্লিপ্ত জমিন ।




অনুগত ঘুড়ি

লুব্ধ বসে থাকি    চেয়ে
 দূ  রে  উ ড় ছে      ঘুড়ি
                  আনুগত্য সুখে ।
বাহারি আঙুল ছুঁয়ে কেঁপে উঠছে উড়নপ্রণালী
বিমুঢ় ছায়ার নীচে বিশল্যকরণী
 বেঁচে থাকা , স্পর্শ সুখ

 ঘুড়ি নয় নিজেকেই মেলে ধরি হাওয়ার হাতলে
লঘু হয়ে ভেসে ওঠে আনন্দশরীর ।
আকাশের প্রেক্ষাগৃহে উৎসব মুখর জাদুগান
হাততালি  জনসম্মোহন ।

কেবল ঘুড়ি ই জানে তার এই শীর্ষসুখ
দৃশ্যত আঙুলের খেলা




ফেরিদিন

উদ্ধৃত পীরিত চিহ্ন বে হদিশ
এ ব্যাগ ও ব্যাগ খুঁজছি, কোথায় হারাল ?
কেউ চাইলে কি যে দেব- ছাই

মেঠো পথ
সাইকেলে ধাতব শব্দ
চুড়ি চাই কর্কশ আওয়াজ
বিজ্ঞাপন-
নেল পা-লি-শ
                   জানালায় কার মুখ
কেউ কি তাকাল ?

উসখুস গানগল্প ,বকুল ফুলের বাস
উপহার
কারুকাজ হীন তালিমারা সূচিকর্ম ।

জন্মান্ধ পাতার মধ্যে দিনলিপি লিখি ।




এপিসোড

ঘুম পিছলে যায়...
স্টিরিওফোনিক কিছু বাকলের ঘ্রাণ
গান বাজে...
       পার্শ্বচরিত্র সহ উঠে আসে
অনাত্মীয় ছায়া ।
নিলয়ের ফিসপ্লেটে চিড় , টি আর পি
                                      আকাশচুম্বী
আনাড়ি প্রলেপ ঢাকা ক্ষত...

ঐ মেয়েটির জন্য চেরাপুঞ্জি নেমে এল আজ ।