হাসিদা মুন
সিসিফাস
----------------------
মানব জীবনের অর্থবহতা
বয়ে নিতে
অর্থহীনভাবে হিসেব করে
যাওয়া
আমরা একেক জন মূর্তিমান
'সিসিফাস' - Sisyphus ...
কেউ বুঝেই বয়ে যায় বোঝা
কেউ ভারে ন্যুব্জ
কেউ কষ্টে শিষ্টে সোজা
কেউ না বুঝেই করে শুধু -
হাঁসফাঁশ ....
*
অদৃষ্টের
সালিশের রায়
-------------------------------
প্রাণপণ চেষ্টা করে
শরীরকে
বাঁধাই করা যদিও যায়
অদৃষ্টের সালিশের রায়ে
...
মনে তো
হাতকড়া পরানো যাবে না
আত্মাটাকে ক্রীতদাস
বানিয়ে দিয়ে ......
*
হিউম্যান
------------------
রাখাইন রাজ্যে নিষ্ঠুর
সামরিক অভিযান
কাঁদে আকিয়াব
মংডু , রেথেডাং, বুথিডাং, কিয়কতাও, রক্তজলে
ভাসে
বিশ্বব্যাপী
দীর্ঘস্থায়ী চলমান গৃহযুদ্ধ
রোহিঙ্গা নিধনে নামে
জঙ্গিরা উত্তর রাখাইনে
কোন জাতি ভেদে কেন
মানুষের বিলোপসাধন
আরাকানদের রাখাইন রাজ্যে
কেন হলো তাঁরা
পরিত্যাজ্য ?
কেন থামে অথবা থামায় না
মায়ানমারের দীর্ঘদিনের
নিপীড়িত নির্যাতন
বৈধ ভিটেতেও তারা অবৈধ
অভিবাসী
বিশ্বের সবচেয়ে
নির্যাতিত সংখ্যালঘু
ওরা নিজ ঘরে বসত করেও
উদবাস্ত চিহ্নিত কেন ?
কে দেবে এ প্রশ্নের জবাব
?
পুত্রের রক্ত নিশান গড়ছে
ঘর ছাড়ার মানচিত্র
বাস্তুচ্যুত সন্তানের
লাশ সাঁতার কাটে নাফ নদীতে
জীবন বাঁচাতে মিয়ানমার
থেকে পালিয়ে আসা
বালুখালী শরণার্থী
শিবিরে শোকের মাতম
কাঁদা জলে মৃত্যুর
হাহাকার আহাজারি !
আমি জানি
মানুষ মানুষের নিধন করতে
পারে না
সে হয় কিছু কীট মূষিকা , পঙ্গপাল
, ইঁদুর
দেশ, ধর্ম, দল, গোষ্ঠী
সেগুলিই যদি বড় হবে
তারাও যে মানুষ
সেই মানুষ ই যদি নাইবা
রবে
কোন বিশ্বাস, কোন
ধর্ম, বা কোন জাতি দিয়েই জাতির কি হবে ?
"হিউম্যান" খুব নামকরা
শব্দটা কি -
ক্রমশ অপব্যবহারে হারিয়ে
যাবে .........???
বিভিন্ন
মোড়
---------------------------
অদীক্ষিত করে তোলে
অপ্রত্যাশিত রাত্রি- ভোর
দীক্ষা নেবার জন্যই -
মনের মধ্যে পুষি জোর
দেখি
জলে তলানো
বসত ভিটা
রঙিন বিশ্ব
আবিষ্কার
বিস্ফোরণ
উজাড় বন
বিষণ্ণ মন
জীবন হরণ
বিধিসম্মত মহাকাশ - তাতে
নক্ষত্রের বিভিন্ন মোড় ........
*
যা বলছি
বলার কি সেই
---------------------------------
কিচ্ছুটি আর বলার যে নেই
যা বলেছি বলার কি সে ই ?
বলতে গেলেই বিড়াম্বনা
ফুলঝুরি তার যে
জানেনা
কোন সে কথা কোথায় ফলে
আকাশ নাকি জলে স্থলে
মানুষগুলো উড়ায়
ফানুশ
জিউস কিংবা প্রথিমিউস
কেউ কি বলে আসল নিউজ ?
উড়ায় ধ্বজা মানুষ ভজা
দানবও
হয় সেই যে তাতেই
কিচ্ছুটি আর বলার
নেই....