বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

পারমিতা চক্রবর্ত্তী




পারমিতা চক্রবর্ত্তী

মৎস্যকন্যা


দৃষ্টিবিভ্রমের মত কাল্পনিক বলে
মনে হলেও এ পাখনার দেশে বায়ুসেবনে'
কথা চিরন্তন

শীতল আঁধার মিশে থাকে জলে
একটু একটু করে আলাদা করি
শ্যাওলার প্রলেপ


ঠুনকো জীবনে সহমতের বড়
অভাব ছিল
বহু তাপ পেয়ে শেষে জ্বরাক্রান্ত
কিছুকাল সুস্থ হই

পুনরায় অসুস্থতায় ভরে ওঠে মাছেদের দেশ

রোগের সময় আমাকে শুশ্রূষা রূপে পায়
অথচ কি নিদারুণ ঘ্রাণে ভরে ওঠে
হেঁশেল
তবু নিজের শুশ্রূষা পাই না ...



তুমি ও হতাশ হয়ে রয়েছো পিছন
ফিরে লাল কানকোর মাঝে
নিহত , অপসারিত বলে আর কিছু নেই
আমাকে ঘিরে বাণিজ্য পাক খায়
অবিরত

মানুষেরা উপাদেয় উপকরণ বেশী ভালোবাসে
তবুও নির্ভুল ভাবে সম্পর্ক স্থাপন করে চলেছি ...


ঌ‍

শরীরের তমোরস অবিরাম সেই
কথা বলে
ফুলের সাথে আলোচনা গোপন রাখাই শ্রেয়

একদিন জেনো শাশ্বত পানীয় জল বিস্বাদ
হবে
শূন্যকে লেহন করো ,

একদিন সূর্যের দীপ্তিতে অন্ধ হবে পৃথিবী
সে দিন সূর্যের পূজারী হবে তুমিও

তবুও মাছেদের দেশে,
এ মৎস্যকন্যার কথা জানবে কেউ ...


১০

হে আলেখ্য , নির্মম অপচয় পৃথিবীর
ইতিহাস বিদ্ধ করেছে বারংবার

এই যে ক্রিয়াশীল জল দেখো
তার কতটুকু অনুভূত হয়
আসলে কি জান প্রেমিকের
কোন বায়স্কোপ হয় না এ শীতল দেশে ...
শেষে বলি


'অনুভূতি ' সে এক নিদারুণ রোমান্স