মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

সুকান্ত মজুমদার



সুকান্ত মজুমদার
     
 * ফাগুন দুপুর  *

উদাস গভীর আত্ম সংযোগ
নিবেদিত প্রেম সম্ভ্রম
কুহু রবে ভাষাহীন
ফিরে চায় সে প্রত্যাশা
কোন এক পদধ্বনির
তৃষ্ণার্ত দুপুর নিঃসঙ্গ প্রশ্নে
পাতা ঝরা প্রতি প্রত্যুত্তরে।
       
           *স্বপ্ন গোধূলি *

ক্ষীণ দরজা উন্মুক্ত চয়ন
নিঃসঙ্গ অবসাদ সুশোভিত
চৌকাঠে পদ চিহ্নের অভিমুখে
ফিরে যাওয়ার আর্তি
পলাশ আদরের মোহ চিহ্ন
আমি যেন বিভাজিত
বয়ে যাওয়া আনমনা বাতাস
ভাষাহীন স্মরণে ধৌত পাখি
সোনালি রোদের মুখোমুখি -
আশা বৈরী রঙিন বসন্তে
বাস্তুহারা স্বপ্নেরা আনমনে
গোধূলির ওপারে
শন্ শন্ বয়ে চলে একাকী।
          
       





*ছায়া সম্বল*

ঘুমন্ত প্রায় তুমি ফাগুন আগুন
প্রতি বিকেলে হয়েওঠ
ধূলো ওড়নার অবগুন্ঠনে
মুখ হয় মূকাভিনয়ের ঝরা শিমুল।
ছায়া সম্বল বসন্ত রাগ
বাস্পায়িত হয়ে আবারো আসে,
আনমনা তুমিতে ঠাঁই না পাওয়া
বিষণ্ণ সারা দুপুর ওষ্ঠাগত
নৈরাশ্য কুহেলি কুহু নাদ
নান্দনিক রঙ্গে ফাগুন বসনা
নখে ছিন্ন প্রলোভন
ঘুম খোঁজে অপরাহ্নের অভিসারে।

              






* বসন্ত বসন*

শূণ্য আশ্বাস মন্দ্রিত
কিছুটা বাতাস ঢালি
আকাশ কুসুম শূন্যতায়,
দলে দলে আসা যাওয়া
বিভোর নীরব বুকে
নদীজলে যমুনারা আসে
ফাগুন ধারায় বাঁশি বৈরাগী
বিমনা পাখির ঠোঁটে
নীবিড় হয় অন্ধকার
খুলে পড়ে বসন্ত বসন
আলতো ভাষার চাঁদ ওঠে
ভাঙা আকাশে -
দৃষ্টি মুক্তি চায় চিরতরে।

       





*অন্যমনা*

আবরণ লীন দোমনা তুমি
পরবাসে সজীব পর্ব
বহু সময়ের ঝরা পাতাদের
দীর্ঘ উদাসী তিলোত্তমা,
বিলোপিত তুমি আমি হয়ে
পলাশ ফোটা মধুক্ষনে
চির তুমিতে ভাবলেশহীন,
না বলা কথন বিনম্র আগুন
রঙ বিলাসী বালিয়াড়ি
ফাগুন অন্যমনা আগুন জানে
ফুল খুজে নেয় ভিন্ন  শাখে
মৌমাছিরা আলোচিত সুরে
সুরহীন ভনভনিতে
ডানা ঝাপটায় প্রমোদে
অবসন্ন বসন্ত আমি সহ
কব্বেকার চাঁদে অনাদরে
                                                 শান্তনার ঘ্রাণ আকি।