মিঠু নাথ
কর্মকার
জাতিস্মর
অবিশ্বাসের প্রখরতায়,
উপেক্ষার প্রগাঢ়তায় ,
নিরন্তর অবহেলায় মেলবন্ধনের জীর্ণ সেতু,
তোমার মিথ্যা প্রতিশ্রুতির ভারে ধূলিসাত্ |
মুহূর্তের অবকাশে
ধ্বংসস্তূপে চাপা পড়ে
ভুখা ভালবাসার অস্পষ্ট আর্তনাদ |
তোমার অদৃশ্য অনুভূতির সাদৃশ্য স্পর্শের অনুরাগী
নিথর দেহে,
শকুনের তীক্ষ্ণ ঠোঁট
আঁকে ভালবাসার ক্ষত নিবিড় আবেশে |
কয়েক শতক পর
বিস্মৃতির ভগ্নাবশেষ খুঁড়ে
উদ্ধৃত হবে আমার জীবন্ত কঙ্কাল |
অভিমানী ধুলিস্তর মুছে
আবিষ্কার হওয়া এক রক্তাক্ত হৃদয়কাব্য,
ইতিহাসের স্মারক হয়ে থাকবে জাদুঘরে,
আমার পিয়াসী আত্মার অতন্দ্র প্রহরায় |
জাতিস্মর হয়ে ঐ অজ্ঞাত লিপির পাঠোদ্ধার করে ,
প্রশংসার জোয়ারে ভেসে গর্বিত তুমি;
সকলের অগোচরে লোনাজলে জয়ী হবে
আমার নীরব ভালবাসা ||
নষ্টঅতীত
অফুরান ভালোলাগায় সৃষ্টি করেছিলাম
ভালবাসার উর্বর চারণক্ষেত্র,
উদ্বেলিত তরঙ্গের উন্মাদনায় নিশ্ছিহ্ন করেছি
কাঁটাতারের দুর্ভেদ্য বেড়াজাল,
পলাশের স্ফুলিঙ্গে কোকিলের অনুষ্টুপ ছন্দে
বিরাজ করতো চিরবসন্ত,
কোজাগরী সমুদ্রে অবগাহন করে
অনাবিল আনন্দে কুড়োতাম মুক্তকণা,
তোমার নিদারুণ অবমাননায় সুখস্মৃতিগুলো
আজ পরিণত ক্যাকটাস,
প্রেমের শেষ নির্যাস নিঙড়ানো বুকে বিস্তৃত ধূসর মরু,
অপলক দৃষ্টিতে মরীচিকার ভ্রম আর
অতৃপ্ত হৃদয় জুড়ে কারবালার দহন ||
বিবর্ণ
বসন্ত
তোমার আলুলায়িত কেশে তমসাচ্ছন্ন দিন,
নিষ্ঠুর অবহেলায় স্তব্ধ দখিণা বাতাস,
ঘৃণ্যদৃষ্টির প্রকটতায় রুদ্ধ কুহুতান,
অবজ্ঞার তাপে শুষ্ক মরুভূমি জুড়ে
বিস্মৃতির ধূলিঝড়,
সময়ের অভিসারে
হারিয়ে যাওয়া
টুকরো অনুভূতি
বিবর্ণ বসন্তে পলাশের রক্তস্নাত নিস্প্রাণ দেহে,
অশ্রুর রঙে আঁকে সুদৃশ্য আলপনা ||
বসন্তের
অস্তরাগ
তাচ্ছিল্যের অনর্গল স্রোতে নিভিয়েছো
পলাশের আগুন,
অপমানের তুলিতে টেনেছো
কলঙ্কিত অবহেলার ক্ষত,
বর্ণিল মিথ্যার তীব্র ছটায় বর্ণান্ধ আকাঙ্ক্ষা
পিঞ্জরবন্দী,
ডাস্টবিন উপচে পরা প্রতিশ্রুতির আস্তাকুঁড়ে
নিরাশার পলিমার,
তোমার স্পর্শের উপোসী সুখ বোঝে পিয়াসী
ঠোঁটের বিষণ্ণতা,
নগ্ন রাতের নিঃভাজ শয্যায় আত্মঘাতী রামধনু স্বপ্ন
ছিন্নভিন্ন হয় রক্তলোলুপ অবিশ্বাসী ছুরির নিষ্ঠুর আঘাতে ,
রোদ ভেজা সকালে শোক মিছিলে হাঁটে
তোমার ঘৃণ্য উপেক্ষা,
আমার অনুভূতির সিঁড়ি বেয়ে নামলে দেখতে
ডানাকাটা অযুত ইচ্ছা শীতঘুমে,
ধূ ধূ শূন্যতার বুক ভরা
অবসরপ্রাপ্ত ভালবাসার নিস্ফল ক্যালিগ্রাফি ||
অকাল বৈধব্য
পলাশের চিতায় সহমরণে পুড়েছে আয়াত,
অযাচিত অকাল বৈধব্যের অভিষঙ্গ
সন্তপর্ণে এড়িয়ে চলে আমিষী ছোঁয়াচ,
মেনিফেস্টোর ক্যাকিনেটে সিঁটিয়ে থাকে নিষিক্ত ইচ্ছে,
নিযুত নজর এড়িয়ে জানলার গরাদ ভেঙে
উঁকি মারে একফালি চাঁদ,
অ-সুখের চাদর টেনে সোহাগী জোছনাকে
আগলে রাখে আপোষ করা বিলাসী মোহ,
অবৈধ অভিসারে জীবন
মৃত্যুর সঙ্গমে
গর্ভবতী আশা,
কলঙ্কিত নিশুতি রাতে জন্ম দেয় বেওয়ারিশ
জীবন্ত
সকাল ||