মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

বৈদূর্য্য সরকার





বৈদূর্য্য সরকার
বসন্ত সিরিজ
আদুরে

কিছু জল ছুঁয়ে দিক তোমার কপাল
জ্বরঘোরে ক্যালপল বসন্ত বান্ধবী
ভরদুপুরের ঘুমে ছিঁড়ে বাঁচা...
অতর্কিত ফোন, কলার মান্দাসে অচেনা শহর ভ্রমণ ।

তোমার কথা পাহাড় পেরোতে ছুটেছি
স্মৃতি বয়ঃসন্ধি ব্রণ ম্যাজিকে চোখা কাটাকুটি
কবচ কুণ্ডল সব খুলে একে একে
ঝড় বাদলের ঢেউ তোমার শরীরে ।

ট্রেনের লেবু লজেন্সে কে প্রতীক্ষাহীন,
এসে গেছি মালকিনস্টেশনে তোমার
ঘুরিয়ে ফিরিয়ে সম্পর্কের সুচিছিদ্রে গাঁথা
তিন দশকের অবেগ- বড় খালি লাগে ।



কৈশোরের স্বপ্ন

সব ছেলের কৈশোরে কেউ পরি হয়ে থাকে-
তারা হারিয়ে যায় ভোরে বাস্তবের চাপে,
ক্রমে অলৌকিক ডানা ভেঙে গিয়ে রক্তার্ত হয়েছে
স্বাধীনতার নামে সে কার কাছে কি বেচলো কবে?

শুধু বসন্ত সকালে মনে হয় স্বপ্নসুন্দরী সে...
পরিপূর্ণ আলো হয়ে ছুঁয়ে ফেলে  নিত্যযন্ত্রনাকে,
আগের রাতে শিশিরে লেগে ছিল ফুলের আগুণ
তার পলাশ তখন ঝলসেছে কপাল পুড়িয়ে ।

দুঃস্বপ্নের ঘুম ভেঙে গোপনীয় কৈশোরের বন্ধু
পথ হারানো দুপুরে কার সাথে দেখা হয়ে যায় ?
কেউ তাকে খুঁজে ফেরে, সুদিনের অপেক্ষায়...
খোলামকুচির লেখা মনে রেখে হেঁটে যায় একা !



বয়স হচ্ছে

পথ চেয়ে বসে আছো কারোশুনলেই হাসি পায়
আজকাল পদাবলী চলে ? ‘আর ঢং করো না গো
অনেক পথ পেরিয়ে যাব সকালের গল্প ঘিরে,
অভিমান অথবা ন্যাকামির ঋনাত্মক উচ্চারণে
সিগারেট ভ্রমে ছাই করি কার অদম্য বিশ্বাস  ।

সুপ্রভাত বলিনি বলে কি আলো নিভে আসে ক্রমে,
পাঁকালের খোঁজে পাঁকে নামি অনন্ত শূন্য আশ্রয়ে
সঙ্গে তুমি আছো কিংবা নেই, নদীর সাথে চলতে
ভিড়ে মিশে গিয়ে আমাদের নিঃসঙ্গ থাকতে হয়,
একা পেসেন্স খেলতে হয় আয়ুরেখা ছুঁয়ে ছুঁয়ে ।



ডাক

আমাদের মৃত গান বাড়াচ্ছে উষ্ণতা
অন্ধকার ফুটপাতে কার হাতছানি,
সাতটা ফুটোয় সুর খেলাচ্ছে পাগল
চরাচর ছুঁয়ে থাকা উদাসীনতায় ।

কোমল নিথেকে আসা রাখাল ছেলেরা 
কতটা দূরের পথে প্রাণের আবেশে,
মাতাল ঘোড়ারা বোঝে জরায়ুর জ্বালা
নাছোড় বাঁশিতে ডাকে পতিতা রাধাকে ।



গোপন কথা

খুব গোপনে ভালবেসেছো, গভীর রাতে
একলা ঘরে বালিশ কাঁদে, নাইটল্যাম্পে
চোঁয়াঢেকুরে লেখা হয়েছে রাত আদর ।

কতদিন ঘুম দুপুরে সে হাত ধরলে
পাথর খুঁজে পেল ঠিকানা, আষাঢ়ে পদ্যে
অতীত হয়ে লেখা থাকে যে শোক পোষাকে ।

উড়ে চলে গেছে ভুল গাওয়া একটা পাখি
এরম দিনে কার হাত ধরে উজানে যাবে,
কার সাথে কার দেখা হয়ে যাবে টুরিস্ট স্পটে ।
 
যার নাম নেই, স্মৃতির মুখ মুছিয়ে দিয়েছ
ক্রমশ দূরে সরতে গিয়ে এসেছ কাছে,
তার শরীরে রেখে এসেছ গোপন কথা ।