মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

পারমিতা চক্রবর্ত্তী



পারমিতা চক্রবর্ত্তী

লালবাড়ি

হলুদ বসন্ত ,
একবার ঘুরে যাস লালবাড়ি
আগুনে পুড়ে যায় জঙ্গলমহল
পলাশের রঙ সলতে হয়
মশালের

গণ্ডোয়ানা পাথরে ভাঁজে ভাঁজে
শিৎকার ,
চমুর শব্দ পাললিক হয়

তবুও

বাসি ফুলের গন্ধ ফাল্গুনের
রঙচটা দেওয়ালে মুখরিত
যা কিছু দৃশ্যমান সবই
আত্মকেন্দ্রিক

হিংস্র জানোয়ার ,শুধু দৃশ্য
ওয়াচপয়েন্ট থেকে দেখা যায়
শৌচাগার ...

প্রতিটি বন্যতায় আমি
বেশ্যা দেখি




মুক্তি
......
লীনতাপ বিসর্জন দিয়েছে
উন্মাদ মূহূর্ত
পরিত্যক্ত ঠোঁট দংশন
করেনি
জেব্রা শুয়ে থাকে বুকে

শান্ত শব খোঁজে ক্রন্দশী জলপ্রপাত
গরবিনী সিঁদুর রক্ষিতার
বিছানায় চায় মুক্তি

একাকী ছাই গুঞ্জন করে
ছিঃ ছিঃ
ভ্রষ্ট সময়, নীল মুহূর্ত মর্যাদা
ভেঙে হাতকড়া লাগায়

"মুক্তি "
ঝাঁটা মারি ওই নাম
শেয়াল , শয়তান !




শেষযাত্রা

একটা আহত মাছ চলে
শ্মশানের ধার বেয়ে
কিছুটা ওম যদি থাকত তবে

এভাবে যেতে হত না
যদিও পিছন ফিরে তাকাতে হয়নি
আকাশকে

এই সত্য জেনেও সমুদ্র নিরুত্তর
ছিল
কাগজ , কলম ফেলে তবু
যেতে হল
অলিখিত ইস্তাহার মেনে




নিঃস্ব

হেরে যাওয়া মানুষের কাছে
দাঁড়িয়ে দেখো
কতটা লীনতাপ তার

ব্যর্থতার সেফটিপিন জুড়ে রাখে
ছিন্ন বস্ত্র
ঝি ঝি পোকা বিচ্ছিন্ন করে সভ্যমুখ
থেকে
তবুও বসন্তের রঙ হলুদ হয়...

জঞ্জালকে প্রশয় দিয়েছে পৃথিবী
শুধু সচেতনতা বাড়ায় নি

তবু ও কি আশ্চর্য দেখো
উচ্ছিষ্ঠ মাছি উড়ে গেলে বিপ্লব
তীক্ষ্ণ হয়




সংলাপ
...............
এক নদীর মাঝে নৌকা
ছায়া ও নৌকার মাঝে আমজনতা
এক দিকে পাহাড়ি ডিম অন্য দিকে বনমুরগী ৷

সখ্যতা ও শক্রতার মাঝে উহলো জঙ্গল চলে ৷
- আচ্ছা এত কালো ছাই !
সব এত হলুদ !
- কথা এলোমেলা
- তাতে কি ?
- বুকর‍্যাক জুড়ে অবিন্যস্ত আমি তুমি সংলাপ ৷
- আচ্ছা এত গুমটি কিসের ?
- কবরের ভাষা জানো !
- বুঝিসনি
- আমি হলুদ বাক্সে ৷