কাকলি
ভট্টাচার্য্য
সেই
গল্পটা_______
এমন ভাবেই কেটে
যাবে দিন -
এমন ভাবেই সব
হারানোর পালা ।
সত্যি টা কে
বুকের মধ্যে রেখে--
যে কোন ছুতোয়
শুধু শুধু কথা বলা ।
একদিন যদি ভেসে
যায় দিন রাত,
তুমুল বর্ষা
শ্রাবণের চাষবাস।
পৃথিবী ছেড়ে
জাবার সময় হলে -
স্বপ্ন গুলো
দুচোখে একরাশ ।
তবে তাই হোক।
এভাবেই নামুক
ধারা --
ঝড় বাদলে নতুন
ধারা-বারি
সর্ষে ক্ষেতের
স্বপ্ন টা মনে রেখে -
সেই গল্পটা তোর
সাথে হোক আড়ি।
__________________________________
ভোরের
গল্প
_________
নতুন গল্পে রাত
হয়ে যায় ভোর--
ছেঁড়া ছেঁড়া
ঘুমে ভোরের তন্দ্রা আসে ।
আকাশ কুসুম
রূপকথারই জলে--
ময়ূরপঙ্খী ওই যে
দূরে ভাসে।
একশো নদীর
গল্পটা শেষ হলে,
রাজপুত্তুর
মেঘের বাড়ি যায় ।
লক্ষ কোটি বছর
শেষে আজও,
ঝরনা নামে গভীর
উষ্ণতায়।
বৃষ্টি তুমি
চিনেছ হ্রদয়পুর?
জীবন ভোরের মিলন
অসম্ভবে--
গভীর ঘুমে---
সহসা সমুদ্দুর,
নেমে এলে বুঝি
অকাল-সম্ভবে ।
_____________________________
পাহাড়
ভাঙ্গার গল্প
___________________
অনেকদিন আগে সেই
যে ঝরনা টা
নেমে এসেছিল
পাহাড়ের বুকের উপর
তার ছমকি ঠমকই
চলা --
তার হৃদয় সঁপে
বলা --দেখতে ভিড় জমিয়েছিল-
গাছ , পাখি আর ফুলেদের মিছিল ।
কিন্তু চলতে
চলতে -- কথা বলতে বলতে--
ঝরনার বড়
ক্লান্তি এল --
ঝরনা বিশ্রাম
নিতে গেল --সাগরের কোলে ।
আর আসেনি--
ভাসেনি পাহাড়ের গা ঘেঁষে ।
কথার ফুল ফোটায়
নি অনেকদিন--।
দেখতে দেখতে----
ভাবতে ভাবতে
পাহাড়ের বয়স হল
অনেক।
মেঘেরা ফিশফিশ করে
পাহাড়ের কানে কানে গেয়ে যায়
বৃষ্টির গান।
পাহাড় বলে -- আমি মৈনাক হবো-
যদি খুঁজে পাই
-- ঝরনা কে সাগরের কোলে।
___________________________________________
একটি মৃত্যু
_____________
কাল ও দাঁড়িয়ে
ছিল সে,
হলুদ আর লাল
মেশানো ফুলের সাজে তাকে লাগছিল বেশ।
সবুজ আভরনে --
অসামান্যা
শ্রাবস্তি নগরীর
সৌন্দর্য কি জীবনানন্দ
একাই দেখেছিলেন?
দারুচিনি দ্বীপ
খুঁজে পেয়েছি ওর কাছে।
প্রবল ঝড় বয়ে
গেছে কাল রাতে--
অত্যাচারে নুয়ে
পড়েছিল -- অপাপবিদ্ধা।
কৃষ্ণচূড়া আজ
মারা গেল ।
তাকে যখন শেষ
বারের মত স্পর্শ করছি--
মাইকে গান
বাজছে---
"কপালে সবার নাকি সুখ সয় না-- সবাই তো সুখি হতে চায়-
__-____________________________________________
শহরের
গল্প
___________
তোমার পাঁজরে
ইতিহাস খুজি না আমি
খুঁজে চলেছি
প্রেমেরই ইতিকথা--
জলে স্থলে আর
হৃদয়ে হৃদয়ে লেখা-
চোখের জলের
স্মৃতির কথকতা--
ওই যে বাড়িটা --
খড়খড়ি তুলে দেখে --
চুপিচুপি ওই
বউটি কি খোজে এই পাড়ায়?
সাল ৭১ এ হারিয়ে
গিয়েছে একজন
তারই খোজে চোখ
এখনও দৃষ্টি হারায়--
রাত জেগে নাটকের
মহড়ায় --
ভেসে গেল কত
জীবন --
অজিতেশ ভালবেসে গিরিশ হলে
কেয়ার সুগন্ধে
মাতল ভুবন।
কিস্যা হল হাজার
রাতের---
অমর কাহিনি বলতে
পারো ।
শহর তবু আমার
তুমি---
মেহের আলি --
এবার গলা ছারো।