রবিবার, ২১ আগস্ট, ২০১৬

কৌশিক গাঙ্গুলি



কৌশিক গাঙ্গুলি
আমার কবিতা
জীবনের মানে কি বহতা নদী
যদি তাই হতো, তাই হতো যদি
তাহলে হতাম উচ্ছল, দুর্বার
যেকোনো আপসে বিদ্রোহ বারবার
নারীকে বোঝাতাম গভীরতা কতদূরে,
ভালোবাসা নয় গহনা, হিংসা নয় সাজানো সংসারে
জীবনের মানে কি অশান্ত ঝড়
উড়িয়ে দিতো খড়কুটো, বাড়িঘর,
বাঁধন না মেনে যেতে পারি সবখানে,
বিপদ আছে কি সেখানে, কে জানে ?
ভয় কে তুচ্ছ, কলমকে করেছি হাতিয়ার - আগুন ছুঁয়েছি
তাই বিদ্রোহ বারবার
নেতা - অভিনেতা, মানুষের ধান্দাবাজি,
যদি কেউ থাকো মুখোশ খুলতে রাজি,
পাশে পাবে আমার কবিতাকে,
মনে পড়বে হারানো বিবেকটাকে
উসকে যাবে মন, জেগে উঠবে বোধ
সব মারের ফিরিয়ে দেবো শোধ
জীবন মানে কি উঁচু নীচু পথ চলতে গেলেই হোঁচট,
রক্তস্রোত
তবু পা মেলাবো গান গেয়ে
কবিতায় লিখবো প্রতিবাদ নির্ভয়ে,
জানি সংসার সমাজে হবো জেরবার,
তবু যেকোনো আপসে
বিদ্রোহ বারবার



ইস্তেহার
এক চুমুকে শুষে নিতে চাই
সব বেদনা,
চোখের আগুনে মুছে দিতে
চাই অন্ধকার,
ছবি চাই তবে ধ্বংসের
ছবি নয়,
ও ছবি ছিঁড়ে আঁকো
সুখী গৃহকোণ,
অসুখী জীবনে সেতো
দেবে ভরাসুখ,
পাথর ফেটে যায়
শোনো এ চীৎকার,
হাতে হাতে ঘুরে যাক
প্রকাশ্য ইস্তেহার,
আমার কুলকুন্ডলিনী থেকে
জন্ম হোক নতুন সত্তার



দেখো
ইশ্বরী দেখো এত কষ্টেও
মানুষের মুখে অনাবিল হাসি,
ক্রীতদাসও দুঃখ ভুলে গান গায়,
তপ্ত মাটির ওপর বৃষ্টির ভালবাসা
আগুন বুকে করে স্পার্টাকাস
প্রেম বিলিয়ে গেলো গোপনে,
দীর্ঘক্ষণ আজ কবিতা পড়েছেন যে মানুষটি,
দেখো জ্যোতির্বলয় গ্রাস করে তাকে,
শয়তান তুমি কি জানো ?
সহস্র প্রলোভনেও সবকিছু ত্যাগ করেন সন্ন্যাসী



বৃষ্টি
গুঁড়ো গুঁড়ো বৃষ্টি ঝরছে মনে
শেষ দেখার স্মৃতি এখনও অম্লান হয়ে তারপর একদিন
চাকরির সন্ধানে আমি,
তুমি খুঁজতে চলেছো সংসার,
এরপর হঠাৎ এক কালবৈশাখী
সব ওলট - পালট
আজকাল আর ভাবতে চাইনা
কিছু, তবু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি
ঝরছে মনে -
আজও সেই বেকার বাউন্ডুলে
আপনমনে কবিতা লিখে চলি,
পাখিরা যেমন আকাশ নিয়ে ওড়ে
নদীর জল ছলাৎছল নতুন যেন সুর,
তোমার ছবি ভুলতে পারি নাগো
গুঁড়ো গুঁড়ো বৃষ্টি ঝরছে মনে
আজও সেই বেকার বাউন্ডুলে
আপনমনে কবিতা লিখে চলি



সংসারমালা
কেন এই টানাপোড়েনের সংসারমালা ;
কেন এই সীমানাছাড়ানো ধূসর আকাশ,
তার জন্য কেনইবা আঁকবো ছবি,
গোধূলিলগনে কেনইবা গাইবো গান ?
প্রতি রাতে ধ্বংসের মুখোমুখি
প্রতি প্রাতে বাঁচার জন্য লড়াই
শ্রমের বিনিময়ে অর্থ
আর অর্থের বিনিময়ে খাদ্য
আর খাদ্যের বদলে বেঁচে থাকা
এবং বেঁচে থাকার বদলে সেই টানাপোড়েনের সংসারমালা