রবিবার, ২১ আগস্ট, ২০১৬

তৈমুর খান


তৈমুর খান
উৎসব
_______
সিংহরা ঘুরে বেড়াচ্ছে
                      আমাদের বিষণ্ণ হরিণের পাশে
আমরা দুর্বহ আলোকে মুখ ঢেকে আছি

আজ কোনো প্রতিবাদ নেই
উৎসবে হিংস্র আকাঙ্ক্ষাদের
                                    জয় ঘোষণা শুধু
অরণ্যসমাজের চাঁদ হাসছে আকাশে


কল্পিত ঈশ্বর
_________
রাতের বাজনা বেজে উঠলেই
                                জেগে ওঠে আমাদের
                                                       কল্পিত ঈশ্বর

মানুষের অশ্রুফুলে ঝিকিমিকি রাত
মানুষের রক্তে রাঙা পূজার গোলাপ

সমস্ত বিষাদ চিরে যদিও ওঠে চাঁদ
চাঁদের ঘুঙুর নেই , জ্যোৎস্নায় ঝরে আর্তনাদ...
                  


বিবাহের মঞ্চ হয়ে উঠেছে সকাল
     ______________________________
আলোর ঘোড়াগুলি লাফাচ্ছে না আর
আমাদের নাটকের মাঝখানে শুয়ে আছে
কেউ এসে উলু দিচ্ছে , লাল চেলি মাথায়
বিবাহের মঞ্চ হয়ে উঠেছে সকাল

এইটুকু সময় মাত্র, অকাল্পনিক হয়ে উঠি
যদিও পোশাক আছে আমাদের
সামন্ততান্ত্রিক যুগ পার হয়ে এসেছি
পেছনে পড়ে আছে ইতিহাসের ধ্বংস কলোনি

লম্বা মিহি গলা ঘোড়াদের
প্রত্নভাষার অক্ষরে ছড়ানো তাদের হ্রেষা
করুণ বৃহৎ চোখে নেমেছে আকাশ

অনেক দূরত্ব আমাদের
পরকাল ইহকাল বিমুগ্ধ বিস্ময়


আয়নাওয়ালা
_____________
অশ্রুপথে হেঁটে যাচ্ছে আয়নাওয়ালা
আমরা মুখ দেখে নিচ্ছি
আমাদের মুখের হাসি , চোখের হাসি
বর্ণনা দিচ্ছে
     বর্ণনায় চমক আছে, গমক আছে
সাধু সাধু

আয়নাওয়ালা বাল্যকালের নদী বেয়ে
আস্ফালনের ভেতর দিয়ে হেঁটে আসছে
নীরব স্রোতে

সময়ের বিলাসী ময়ূর নাচছে একা
তার পায়ের ঘুঙুরগুলি হারিয়ে যাচ্ছে
দু একটি কুড়িয়ে পেয়ে
আমরা সবাই নস্টালজিক আহ্লাদে
দ্রুত হচ্ছি

ভাসিয়ে দিচ্ছি বসত বাড়ি
মেয়ের উঠোন , ঘূর্ণিপাখির কিচিরমিচির
আমরা সবাই জলের কাছে ঝুঁকে যাচ্ছি
নির্জন এক পিপাসায়


মরসুমি বাগান
_____________
ধানক্ষেতের পাশে শব্দগুচ্ছ
আজ বেশ মাছ হয়ে যায়
কানকো তুলে হলুদ ছায়ায়
লুকিয়ে রাখি কৌতূহল

আড়পাখিদের শান্ত চাউনি
যদিও দ্যাখে বাল্যকাল
খেলার ঘরে মেঘ ঢুকছে
বৃষ্টি করছে কোলাহল

সমস্ত কিছুই চন্নমধু
কুসুমিতার গোল্লাছুট
যেদিক ইচ্ছে ছুটছে মাঠ
মাঠে মাঠে জ্যোৎস্নাবন

নতুন পাখি উড়িয়ে দিচ্ছি
কী সুন্দর নরম ঠোঁট
ধানগাছের বিকেলে তার

ঝরে পড়ছে জলীয় সুর