কামরুন
নাহার সোমা
রূপবতী
ওগো রূপবতী ,
তুমি নব সাজে
আবারও সামনে এলে
না সে রঙধনুর রঙ
নয় ,
সবুজ শাড়ী পরে
অপরূপে সাজে
সামনে এলে।
আকাশ তোমার
রুপে মুগ্ধ হয়ে
শাণিত করলো
সেই আনন্দের
ধারা গড়িয়ে
ধরণী হল উর্বর ।
শান্তি
আলোর ঝলকানি
পুবের আকাশে
হঠাৎ মেঘের
বজ্রপাত ।
এই বুঝি নামবে
ঝড় ,
ভাঙ্গবে ডালপালা
এ যেন অশনি
সংকেত ।
দূর কর এ আতঙ্ক,
ফিরিয়ে দাও
শান্তি
জাগ্রত কর সাহস
মনেপ্রাণে
এগিয়ে নাও বীর
দর্পে ।
প্রদীপ
পুবের আকাশে আলোক রশ্মি
তবুও যেন ঘুটঘুটে অন্ধকার
একটা অজানা ভয় ,
অন্ধকারে তাকালে
শিরা উপশিরা গুলো
হিম শীতল হয়ে আসে
প্রদীপ যেন নিত্য সঙ্গী
গাংচিল
তোমার বিশাল বক্ষে
অফুরন্ত পানি ,
গাংচিলেরা মধুর
মিলনে মেতেছে ।
তুমি লোনা জল নিয়ে ,
ছুটে চলে্ছ ,
তোমার গর্জনে আছে্ ,
বেদনা ও অস্থিরতা ।
বিশাল ঢেউয়ে
ঝিনুক ঠেলে দিচ্ছ,
সেই ঝিনুক থেকে্ ,
মুক্তর সন্ধানে কত মানুষ বাস্ত ।
তোমার একপাশে সূর্য ,
অপার পাশে চন্দ্র ।
তোমারই নোনতা পরশে
সবাই ক্লান্তি নিবারণ করছে
শান্তির নেশায়
নিমগ্ন, রূপু পিপাসু
ভ্রমণ রসিকরা ।
কদম ফুল
রিমঝিম বৃষ্টিতে সিক্ত কদম ফুলগুলো হাস্যজ্বল ,
পরিবেশ ও মনোজগত কে করেছে প্রাণচঞ্চ ল ।
সাদা হলুদের মিশ্রণে সবুজ বৃক্ষ অতুলনীয় ,
সুঘ্রাণ বাতাসে ছড়িয়ে পাখিদের মিলন মেলায় মহনীয়
।
বিচিত্র
রঙ
কত বিচিত্র রঙে তোমার বিচরণ ,
তাইতো সবারই করেছো মণ হরণ ।
শিশু হতে বয়স্ক সবারই আকর্ষণ ,
নয়নাভিরাম আবরনে, রুপ কর প্রদর্শন .
তোমার রুপ নয় তো চিরস্থায়ী ,
তাইতো সবার অন্তর ছিনিয়ে জয়ী ।