কাজী
এনামুল হক
আঁচল পড়ে
খসি
বাঁজাও যদি মোহন
বাঁশি
হিজল তলায় বসি,
তোমার পাশে
দৌঁড়ে আসি
আঁচল পড়ে খসি।।
চোখে দেখি
প্রেমের আগুন
বুকের ফুলে
ফাগুন,
ঠোঁটের কোনে
মুচকি হাসি
পাশে এসে বসি।।
আলতো করে জড়িয়ে
বুকে
চুলের ঘ্রান
শুঁকে,
চুমুর সোহাগ
রাশি রাশি
দাও যে
ভালবাসি।।
সকল কিছু দেই গো
সঁপে
নিরালাতে চুপে
চুপে,
ফর্সা আকাশ, ডুবলে শসী
পোহায় আঁধার
নিশি।।
=============
হলুদ
জ্যোৎস্নায় মিশে থাকে
বন্ধু বেঁচে
থাকে গায়ের গন্ধে
বাতাবী নেবুর
ভেঁজা সুগন্ধে।
বুকের নিচে ঢিব
ঢিব শব্দে
চেতনার চৌরঙ্গী; আঁখিনদে।
বার বার মনে পড়ে
নিরালায়
চুমুর শিহরনে
বুকের পেয়ালায়
তৃষিত চুমুকে
চুমুকে ক্লান্তিহীন
উদ্ধত্ হাতে
ওঠালে সংগীন।
রক্তে মিশে থাকে
অনুভবে
জানি চিরদিন
এমনই রবে
চাঁদ তারা আকাশ
ভরা
ও যে কালা
অন্তরহরা।
হলুদ জ্যোৎস্নায়
মিশে থাকে
ছুটে আসে বৈশাখী
বৃষ্টিঝাঁকে।
================
ওঠে নি
চাঁদ
বুক জুড়ে মোর
ব্যথার চর
নাই তো কোন
গভীরতা,
দুঃখ কষ্টে হাসি
কান্নায়
তাই তো এত
নীরবতা।।
মনের ব্যথা বলার
মত
আপন কেহ নাই,
প্রতারণায়
কাঁদায় শুধু
যাকে বলতে যাই।।
বকুল তলায় যে
ছিল সই
হারিয়ে গেছে
অন্ধকারে,
ওঠে নি চাঁদ এই
ভূবনে
কেমনে খুঁজি
তারে।।
চড়ুই চাতক খেলায়
মাতে
বুকের চরে
ভোরবেলা,
সন্ধ্যে হলে যে
যার ঘরে
আমায় ফেলে
একেলা।।
======== =====
ফেলে
গেলে শুধু
ভুল করে যদি ঝরা
ফুল দিয়ে গাঁথো মালা,
ঘুম ভাঙ্গা রাতে
বিরহী বুকে বাড়বে জ্বালা।।
সারা নিশি দিন
যার পথ চেয়ে বসে থাকো,
তোমারে বাসে নি
ভাল পাশেতে চাহে নাকো।
ভুলে যেতে বলেও
বারে বারে ডাকে কাছে
শরীর নিয়েই
মাতামাতিতে শুকায় সে মালা।।
মিষ্টি কথায়
ভুলালে মন ছুটালে জীবন তরী,
নদীতে তুফাণ
মানে না পরাণ সব নিলে হাত ভরি।
বড় ভুল করে ফেলে
গেলে শুধু চুমুর চিহ্নটুকু,
কেন মুছে দিলে
না তিলে তিলে পেড়া হৃদয়ের জ্বালা।
========= ==========
ফাগুন
আগুন পোড়ায় যদি
প্রেম জ্বালানী
দিলে ভরে
মেশিন ঠিক ই
চলবে রে,
থামতে পারে দুঃখ
দিলে
ব্যথার বিষ
তীরে।।
আকাশ ঝরা বাদলা
দিনে
আঁচল দিয়ে ঢেকো,
শীতের রাতে
কাঁথা হয়ে
জড়িয়ে রেখ
মোরে।।
ফাগুন আগুন
পোড়ায় যদি
বিরহী এ মন,
তুমি এসে শীতল
পরশ
দিও মনের ঘরে।।
========= ==========