বুধবার, ২১ জুন, ২০১৭

রাবেয়া রাহীম





রাবেয়া রাহীম

সন্তর্পণে 

একাকী কান্না গিলে খাই রোজ 
প্রতিক্ষা শব্দগুলো শ্রাবন ধারায় ঝরাতে! 
জ্বলে পুড়ে আলোকিত ভুবন 
পোড়ায় যে অতি সংগোপনে!! 
ফেলে আসা দিন ফেরে কি কখনো!
এক রাশ নীল বিঁধে থাকে বুকের জমিনে 
ভীষণ সন্তর্পণে!!  




দামাল  ইচ্ছে 

গুটিগুটি পায়ে এগিয়ে চলা দামাল ইচ্ছেটা লুকিয়ে রাখা দায় 
এ যেন উচিত অনুচিতের দোলাচলে সুতীব্র উল্লাসের বৃষ্টিপাত।।
তুমুল বেগে বয়ে যাওয়া চপল ইচ্ছেটা কি সাংঘাতিক 
মানেনা বারন -শোনেনা শাসন কাঁপন ধরায় ক্লান্তিহীন!!
উদাসী রাতে যুগল স্মৃতি হৃদয় জুড়ে করছে ভীর
তুমুল ইচ্ছেটা হাতছানি দেয় অচেনা কোমল অনুরাগের।। 




বুদ্ধের নির্লিপ্ততা

বলেছিলে কৃষ্ণচূড়া-রাধাচুড়ার মৌসুম তোমার প্রিয় 
শহর লাল করে প্রিয় ফুল ফুটে আছে 
অথচ তুমি মরুভুমি করে রেখেছ চারপাশ,     
বলেছিলে, চাঁদ থৈ থৈ জোছনায় ফানুশ উড়ানো তোমার পছন্দ 
অথচ উঠোনজুড়ে জোছনার উৎসব 
তুমি অভিমানের কালো মেঘ দিয়ে ঘিরে আছো, 
ধর্মগ্রন্থ ছুঁয়ে বলেছিলে-আমিই তোমার শেষ মানবী   
অথচ গৌতম বুদ্ধের নির্লিপ্ততায় তুমি দূরে !!   




বসবাস

বিকট শব্দ--ঝনাৎ ঝন!! 
ভেঙে গেলো কি কিছু? 
কেউ কি ভেঙেছে কিছু?
চোখের গহীনে তীব্র বর্ষণ 
এতো হৈ-হল্লা, এতো সমাগম 
অথৈ তোলপাড় করা হৃদয় জুড়ে 
স্মৃতির এমন অবাধ্য  বসবাস
 বুঝতে কেউ কি পারে !!  
ভেঙ্গে যায় সব পাগলামীর দ্বার!! 





খুজে পাই না 

প্রথম প্রথম তোমার এড়িয়ে যাওয়াকে ভীষণ ভাবে আরও বেশী আকৃষ্ট হয়ে যেতাম তোমার প্রতি--- এই এড়িয়ে চলা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে বুঝিয়ে দিলো আমার প্রতি তোমার আর কোন আকর্ষণ বাকি নেই তাই হয়ত আমিও আর আকৃষ্ট হইনা!!

তোমার একচ্ছত্র একাধিপত্ত্যতায় অনুভব করতাম ভালবাসার গভীরতা ... কিন্তু ক্রমাগত চলতে থাকা এই মাত্রাহীন একচ্ছত্র একাধিপত্ত্য একসময় সকল অনুভুতিকেই শেষ করে দিলো।

অল্পদিনের দূরত্ব তোমার ভালোবাসা শতগুণ বাড়িয়েছিল কিন্তু চলতে থাকা এই দূরত্বে ভালোবাসা আর খুঁজে পাইনা