হাসিদা
মুন
জি
বিন্দু
প্রথম 'জি'বিন্দুতে টানে
দ্বিতীয় 'জি'বিন্দুর ঘর্ষণে
উঠে আসে কিছু শীৎকার
তৃতীয় 'জি'বিন্দুতে বসে
তারিয়ে তারিয়ে দেখে ঈশ্বর
এমন রকম ফেরে
মিথোলজি ঘুরে ফিরে
-
তাবদ সৃষ্টিরহস্য থাকে তৎপর ...
চাইনা
তোমাকে আগের মতো আর
সব কিছু থাকে থাক আগের মতো করে
একটা মেয়ে
নিভৃত সন্ধ্যা
রাতের অগণিত তারা
কবিতার মোড়
মুখস্ত ধারাপাত
অস্পষ্ট ভূগোল
ছন্দের ভুল্
ভুলে যাওয়া সমীকরণ
শহরের কানাগলি
এবড়ো থেবড়ো রাস্তাগুলো লাফিয়ে হোক পার
ত্যাঁদড় দুর্নীতি
ডাকাবুকো মুখস্ত শ্লোগান
জেনারেশন গ্যাপ
সংসার , সুশীল সমাজ, দৈনিক পত্র
বাজারের ঊর্ধ্বগতি , হুলুস্থুল শেয়ার বাজার
কুপুষ্যি রাজনিতী
বাণিজ্যিক চলচ্চিত্রের খ্যাপাটে প্রেক্ষাপট
থাকেতো থাকুক ক্যানভাসের ছবি আধছেঁড়া কিংবা হুবহু
আগের মতই রঙ তুলি যার যার
আমি শুধু আরও কাছাকাছিতে আরো পাশটিতে
পেতে চাই এই তোমার ......
পরগাছা জীবন
মৃত্যুর গায়ে বেড়ে
ওঠা পরগাছা বাঙালি জীবন
সূর্যস্নান করে অতৃপ্ত বাসনার প্রতীক হাতে নিয়ে
নিরক্ষীয় আকাশ বঙ্গপসাগরীয় বে’ বেয়ে নেমে এসে
ফুঁসে ওঠে
বঙ্গীয় আকাশে বাতাসে
বহুশীর্ষে দোলা
জলচর সমুদ্র বিহঙ্গমেলা
নগ্ন অঙ্গ মেলে ধরে আছে সারাবেলা
ঢোড়া সাপের সরীসৃপ মোচড়ানো দেহ প্রবল
পূতিগন্ধময় জলাভূমি থেকে উঠেছে উগ্র উপসাগরীয় অঞ্চল
মাথা গুঁজে তীরে
নিতম্ব দুলিয়ে দ্বিখণ্ডিত
করেছে
আঁকাজোকা করা
মানচিত্র
পৃথিবীর মাটি আর পানি
তিনভাগ - একভাগ
হিসেবটা জানি
শ্যাওলার পৃষ্ঠতলে কোরালের ঝঙ্কার শুষ্ক
তারও তলে
সারথির কল্পনায় জন্মান্তরের স্বেদ
জমা
অথর্ব নগরীর
ক্ষ্যাপা কুকুরের নৃত্যরত মুষ্ক
হাঁপানো তপ্ত বাতাস বয়ে যাওয়া দিনকাল
কষ্টের কাউন্টারে
কিছু ভীমরুল প্রাচীন দালাল
কিছু পুরাণবিদ
মৌমাছি মুহুমুহু হুল ফোঁটায়
সেই কবে থেকে
এখনো হয়ে আছে এমনটাই ......
বেসম্ভব
ছবক
আমি এক বেসম্ভবের
সম্ভাবনা যোগাই
সম্ভব আইসা অসম্ভব'রে আবার জুইড়া দ্যায়
মনে মনে চুপ থাকলেও চলে মগজে ধোলাই
আউলা বাতাসে চুপেচুপে কয় আয় উইড়া যাই
প্রেম পান্ডুলিপি লিখি আমি সারাদিন ধইরা
বানানের ভুল ধরে্ন উনি অঙ্গুলি তাক কইরা
শ্রেষ্ঠতম সংলাপ বিনাইয়া কই 'আইলাভিউ পরাণ'
পরাণ বইসা পৃষ্ঠা উল্টাইয়া দেখেন সম্ভবের সংবিধান
যন্ত্রতন্ত্র ষড়যন্ত্র খুঁজে মাইনসে এদিক সেদিকে হায় !
কেরমে কেরমে চেতনার আয়না ঘোলা হইয়া যায়
কঞ্চির উপ্রে বইসা থাকে যেমনে এক পাও'য়ে কানি'বক
নিশিদিন বইসা থাইকা বুইঝা পাইলাম - জিন্দেগী এক 'বেসম্ভব ছবক' ...