নাসির ওয়াদেন
বুদ্ধির ঘোড়া
বুদ্ধির কালো ঘোড়াকে একটু দম দাও
লাফাতে লাফাতে ঘাস খাবে
আধখানা ডানাওয়ালা চাঁদ ওঠে
শব্দহীন আলো-ছায়া মাঠে ---
দিগন্তে আক্রান্ত পোড়া বিড়ি পুড়ে
নিঃশেষ হবে মোমবাতির মতো
দহনে একটা উত্তাপ থাকে
অস্বীকার করবে কোনপথে---
অন্ধকার শিল্পময় মনন প্রান্তরে
ছুঁয়ে থাকা ক্ষোভ আর বাসনা
প্রতিকূল স্রোত ঢেউ হয়ে আলোর স্পর্শে
সজীবতা আনে শ্যাওলার ঝোপে
বুদ্ধির ঘোড়াকে দম না দিলে
ভরসার মাঠে পড়বে মুখ থুবড়ে
ইতিহাস বারবারই সতর্ক করে আসছে •••••
¤¤¤¤¤¤
আত্মসমীক্ষা
সাহসের ডানা নিয়ে অসংবৃত আকাশে
সব পাখিই উড়তে থাকে
ডানাকাটা পরী কিংবা চুলকাটা নারী
গুমরে গুমরে গিমেশাক তোলে
নৈঃশব্দের হতাশা মুখে চোখে নিয়ে
অভিলাষ চাপা দিয়ে অনুভব স্রোতের
ভেতর প্রদক্ষিত হচ্ছে মানুষের জীবন
ভরসার ভরকেন্দ্রে পৃথিবী লাটিম ---
একটা সদ্যোজাত শাবক ওম নিতে
উষ্ণ ডানার নীচে আশ্রয় খোঁজে
ভালবাসা বিছানো ওম বাড়ায়
চেতনা আর বিশ্বাস -----
ডানা সাহসের থলে হাতে করে মাধুকরী
এ বন্ধনে মাধ্যাকর্ষণের ছোঁয়া লেগে আছে ।
¤¤¤¤¤¤¤¤
ব্রাত্যজন
ব্রাত্য হয়ে যাচ্ছে আমাদের চরিত্র
চরিত্রগুলো সবুজ মাঠে লিপ্সার ঘাস খায়
লোভ ক্রমাগত বাড়তে বাড়তে আকাশ ছোঁবে
আকাশ লজ্জিত হলে, ভাঙা চাঁদ বেঁকে যায়
নিঝুম রাতে একদল আলোপোকা চাঁদ খোঁজে
কখনও বাতি-ফাঁদ পেতে রাখে চাষী
ফসলের সংস্পর্শে জীবিকার রথ দৌড়ায় --
সোনালী চুলগুলো ছড়িয়ে থাকে জানালায়
অস্তিত্ব রক্ষার তাগিদে ক্লীবলতা শক্ত ডাল
জড়িয়ে জড়িয়ে উঁকি দেয়----
ব্রাত্যজন বুদ্ধি আর শ্রম দিয়ে সংসার করে
গলদঘর্ম বাতাস সুখের অভিলাষে
ঢুকে পড়ে ভদ্দর পাড়ায়•••••
ঝাড় পোছ করে নিতে হবে আমাদের বিবেক ।
¤¤¤¤¤¤¤¤¤¤¤
হাওয়া বইছে নীরবে
হাওয়া বইছে নীরবে
অনুভবে আনি নি বলে
দেখিনি কোনদিন ----
জলপরী জলে বসে বসে
ঘুম পাড়ানি গান গাইছে
আমরা শুনতে পাই নি
কিন্তু, ছোট শিশুদের ঘুম আসে
¤¤¤¤¤¤¤
বিশ্লেষণ
বস্তুকে বিশ্লেষণ করে পেলাম পরমাণু
যন্ত্রণার ভেতরে সুখের সূর্যোদয়
পাখির গানে ভাসে মমত্ব বাণী
মানুষ নিজেকে ভেঙে চুরে দেখল না ••••••
¤¤¤¤¤¤¤
প্রবণতার দাঁড়ি চিহ্ন
ইচ্ছার সাগরে মেঘের দু'ফোঁটা
সংযমের ফুল ঝরালো
আবেগী রাত প্রক্ষিপ্ত সঙ্গী সহবাসে
ঝরণার স্রোত বয়ে যাচ্ছে চাঁদ পাহাড়ে
আচ্ছন্নতা মুগ্ধ করে যৌবনের ধান
নিম ফুলের বাসি গন্ধে
উপল জননের দিকে ছুঁড়ে মারে
পচা ডিমের মতো কটূ উক্তি----
ঝড় উঠলে, সমুদ্র জল জোয়ার হয়ে
ভরে তোলে নদীর বক্ষদেশ
এক এক শতাব্দী, এক একটি যুগের চিহ্ন
প্রবণতার কপাল দাঁড়ি কমা এঁকে দিচ্ছে ••••
¤¤¤¤¤¤¤¤