বুধবার, ২১ জুন, ২০১৭

সুবীর সরকার





সুবীর সরকার

হিম

হালকা হিম। হেমন্ত চেনা যায় কেবল ফসল
                       দিয়ে
কেমন পুরুষ! বুকে পিঠে পেশি নেই!
পুঁতে রাখা পাপ,স্তরে স্তরে
অতলান্ত সব হাওড় বাঁওড়
বন্ধ চোখ ঘিরে নেমে আসে
                মেঘ


রি-মেক

সেই শিকার ও শিকারির গল্প। অথচ হাড়হিম
কোন রোমাঞ্চ নেই। কমফোর্ট জোন থেকে
বেরিয়ে পড়া।রি-মেক বলতেই শ্লেষ মেশানো
                     ডিনারটেবিল




গান

চিরদিনের কোন গান রীতিপদ্ধতির আলোয় নাচতে
থাকা পাখিরা।গঞ্জের হাট থেকে পোষ্টম্যান
                         ফিরছেন
চোখে স্বপ্ন।সাইরেন ও নদীনালা।





বেড়াল

তোমার পায়ে খেজুরকাঁটা। যদি মুখরিত হবার
অবকাশ চাও তবে বেড়ালের লেজ নিয়ে খেলা
শুরু কর। বাঁশিকে জন্মাতে দেখি। সমস্ত গানই
                         আদ্যন্ত
হাতির গান-



জাদু

জাদুর ভঙ্গিমা জানি।শুকিয়ে যাওয়া
জলধারায় কে আর নৌকো ভাসাবে!
#
এত এত নিমকাঠ।ব্যঞ্জনধ্বনি।





টেলিফিল্ম

বেশ লম্বা একটা রাস্তায় তিনি হো হো করে
                      হেসেছিলেন
পচাতামাকের দেশ। বিতর্কের বাষ্প।
অতিরিক্ত ঠাণ্ডা গলায় কথা

                বলি