নাসির ওয়াদেন
শালুক পাতায় যুদ্ধ লেখা
অতীত জানালার ভাঙা পথে
শীত-ঘাম শুঁকে যাচ্ছে হাওয়া পকেট
সাবালক ঘুলঘুলি হেঁটে হেঁটে
অন্ধকার কুরুক্ষেত্র খুঁজে বেড়ায়
অপসৃত ছায়ারা ভোরবেলাতে জাগে
রোদের বিপ্রতীপ কোণ বিন্দুতে
আমাদের আগে আগে হাঁটে
যুদ্ধের নুতন সাজসজ্জা ---
শালুক পাতার রক্তে যুদ্ধ
এ যুদ্ধ ঐতিহাসিক স্বীকৃতি
না পেয়ে বিড়ম্বনা বাড়াল ••••
সময় সাহস পেতেই
সান্নিধ্য ছেড়ে আলোর আশ্রমে
প্রবেশ পথ সমান্তরাল প্রতিপক্ষের
এবার শালুক পাতায় যুদ্ধ লেখা হবে ।
নিরপেক্ষ সময়
নিরপেক্ষ সময় বলে কিছু নেই
শুধু মায়াবী আগুন জ্বলে
অন্ধকার গাঢ়তর হয়ে
সত্যের কাছে আত্মসমর্পণ করে
ভদ্র জোৎস্নার ভেতর উজ্জ্বল
শস্যেরা দাপাদাপি করে উঠোনে --
ক্ষুধাতুর চাঁদ চুষে অবিবাহিত
যৌবন রস••••
নিরপেক্ষ সময় বলে কিছু থাকে না
নিরপেক্ষতা সর্বদাই
আপেক্ষিক ---
সংলাপের ইতিবৃত্ত
ক্লান্তিহীন ভোর বুনো হাওয়ার পরিবৃত্ত চক্রে
হৃদয়ের অন্ধকার বৃত্তসমূহকে ছোঁয় পোঁড়া ডালের গন্ধে
চাঁদোয়া বিছোনো ভালবাসার বিষাদ পালক ওড়ে
গাছেদের স্মৃতির বাসরঘরে মুক্তির বেড়া টপকে
অঘ্রানের মিহিন শীত মগজের আয়ুষ্কাল বাড়ায়
ঢেঁকি ছাঁটা মুক্তোদানা-চাল ঋতু বৈচিত্র্যের
সংস্পর্শে
ঘুমন্ত মেঘমালা বিকেলের সহানুভূতির দখল নিয়ে
বৃষ্টি গান শোনায় লাঙলফলার নীচে ইচ্ছের বীজপুঁতে
ব্যভিচারগুলো ওড়ে জগাতির লাল শালুর ভেতর
লাইব্রেরির মেধাবী ঘ্রাণ শুঁকছে বই পোঁকার কটূ আক্রমণ
বাগানের ফুল গাছে বনমালী জল ঢালে নিঃশব্দে
রাত্রির কান দেয়ালের চেয়ে বড় বিনুনি মোবাইল
ছাইয়ের স্তূপের তলায় চাপা কোমল কণ্ঠধ্বনি
মিশ্রকলাবৃত্ত আকারে প্রাত্যহিক দিনলিপি লেখে
হিংস্রতা বৃষ্টিস্রোতে জমে যৌবনের কালঘাম --
উদাসীনতা বৃষ্টি পতনের সংলাপে পথ খোঁজে।
ধ্বংসাবশেষ
ভালবাসার এক দশমিক ভাগও
বুঝল না সন্ধ্যার তারা
ভোর হওয়ার আগেই
ছিটকে পড়ল যুদ্ধক্ষেত্রের বাইরে
অবিচ্ছেদের শক্ত বাঁধন
তালাক বার্তা দিচ্ছে অহরহ
তিন মাসের ইদ্দত পালন
অবসানে হয়ে যাবে জীবাশ্ম ঘোড়া
যুদ্ধের ধ্বংসাবশেষ থেকেই
বাঁধবে আর এক নেতি যুদ্ধ
অহমিকার বারুদ ফুটন্ত জৈবিক ক্রিয়া
বর্জিত আকাশের বুকে সাদা যন্ত্রণা
শান্তির বৃষ্টি বার্তা বাতাস •••••
ভালবাসার এক সহস্রাংশ ভাগ না পেয়ে
দশমিক বিন্দুতেই নীরব—
গুপ্ত কথন
আগামী বিকেলের রক্তিম
অরণ্যের বিলাপ
ভালোবাসা ঝরে শতকোটি
ধূসর ইঁদুরের কান্নায়
বুকের গভীরে জাগে কোজাগরী
চাঁদের সংলাপ
স্বপ্নের শ্মশানে ফোটে
রক্তজবার লাল মদিরতা।
যে কথা বলিনি আজও
তোমার পরশ
চাঁদ -তারার ঘুমন্ত পাপড়িগুলো
ডানা মেলে ওড়ে
নীল আকাশের বুকে ---
বৃষ্টির সোহাগ পেয়ে
বাড়ে প্রক্ষিপ্ত প্রশ্রয়
তোমার কথার ফাঁদে আচ্ছন্ন নাখোশ হৃদয়।
তালাশ
শেকড়ের দৃষ্টি আকাশের দিকে
এক ফোঁটা জলের আকাঙ্ক্ষা
বিধর্মী মেঘ নত জানু ভূমির উপর
শিশির দরবারে ---
বৃষ্টি পতনের শব্দে বাজার
দাম বদলাচ্ছে ••••
নিঃশব্দ ইচ্ছার বীজ মন্ত্রে পাখি
স্থির জলে তারা ভাসে
নৌকোর উজানি যাত্রাপথ
অর্থহীন স্রোত গাছেদের জিম্মায় বন্দি
রাত্রি অপেক্ষার শরীরে তল্লাশি চালাচ্ছে।।