সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

মোঃসরোয়ার জাহান




মোঃসরোয়ার জাহান

আকাঙ্ক্ষার উত্তাপ
--------------------------

ওষ্ঠ থেকে খসে পড়া চুম্বনের মগ্নতায়
কম্পমান হাত
পার হয়েছে বহুবার
প্রেমিকার ব্রেসিয়ারের সীমানা
তৃষ্ণা নেভানোর প্রতিশ্রুতি নিয়ে!


বহুবার রাঙিয়েছি বর্ণময় শাড়ির স্তর
সংখ্যাহীন জ্যোৎস্নায়
নিঃসঙ্গতা রাঙিয়ে
নিঃস্বপ্ন চোখের পরে
স্বপ্নময় চোখ রাখে না ভুলেও আর!


অথচ শীতার্ত ধমনীতে এনেছিলো
এক সমুদ্র আকাঙ্ক্ষার উত্তাপ
ভারসাম্যহীন মাঝরাতে
একজোড়া লালচোখে
রাত্রি রাঙে,আঁধার রাঙে বিব্রত অস্তিত্বে!
==========================





ঘোমটা নেমেছে দুঃখের
-------------------------------


শূন্যতার উজ্জ্বল আঁধার
যেন দুই নক্ষত্রের ফাঁকে,
আকাশও আচ্ছন্ন
বহুদিন প্রতিশ্রুত বলে!


এখন ঘোমটা নেমেছে
দুঃখের;
আরদ্ধ যাত্রার আবর্তনে
বুকের ভেতরে যে হৃদয়,
তার দ্যুতিময় উত্থানে
বেঁধেছি বিচিত্র বন্ধন;
এই তো ঐশ্বর্য আমার!


জরাগ্রস্ত সময়ের বিন্যাসে
উষ্ণ নরম,
দেখো,দেখো,আলস্যময় ঝরে পড়ছে
স্বচ্ছ আকাশ থেকে
স্পর্শহীন স্তব্ধতার আস্তরণের মতো !
========================





অবগাহন
--------------------

জ্বলে ওঠে ক্ষুধায় তীরভূমি অবশেষে
ধূসর অস্ফুটে জেগে থাকে প্রতিরাত
শূন্যে জেগে ওঠে স্বর্গের জানালা গুলি!

সম্পূর্ণ ক্ষুধার নীচে জ্বলে শ্বাসরোধী
দগ্ধ ধাতু,মুহূর্তে হৃৎস্পন্দন খসে পড়ে
মনে পরে জলে ভরা খনির গহ্বর!

উদ্ভাসিত দ্রাঘিমা নীলে মাতাল
নিঃস্বেরা উৎকোচ অচলের মতো
চেনা প্রকৃতিও যেখানে মৃত নগরী!

হে উম্মাদ ,ভয়ংকর
ভিনদেশী হৃৎপিন্ড
আরদ্ধ যাত্রার আবর্তনে
করছো কি অবগাহন ?তীর্থের দিকে !
=======================





আকাশের অর্তনাদ
---------------------------

হৃদয়ের ভ্রূকুটিতে সতর্কিত বদ্ধদ্বার
হৃদয় পুড়িয়ে এনেছি দীর্ঘ জ্বালা
পক্ষপাত করে,আলোড়ন তোলে
দমবন্ধ স্বপ্নগুলি হৃদয়ের অপচয়ে!
ওড়েনি পাখি তোমার মনে এখনও
তুমি চলে গেলে পূর্ব থেকে পশ্চিমে
শতাব্দীলাঞ্ছিত কান্নায় বন্ধন ঘুচিয়ে!
দেখাছো চোখ মেলে কখনো
মেঘে ঢাকা বিস্তৃত আকাশের অর্তনাদ !
উজ্জ্বল দিক্-অস্তে
শুধু বোঝেনি হৃদয় তার;
খোলা তোরঙ্গে ধনুক-আঁকা দেশান্তরে
দেখ আকাশ,পাহাড়ের গায় কেমন পড়ছে ভেঙে!
================================





শৈশবহীন দেশে
-----------------------
ভালোবেসে রূপের গভীরে
নৈবেদ্য দিয়েছে উড়ুউড়ু মন
নরম সন্ধ্যার রঙে
ভেবেছি ঝকঝকে অলৌকিক অশ্বেরা
ফেলবে এই বুঝি উষ্ণ পদক্ষেপ…… !

এখন সময়ের ভাটির টানে
চির তরে চলে যাবো
শৈশব হীন দেশে
কাটবো সাতার শীতল হ্রদে
নবজাত বিদেহী আনন্দে !

শান্ত হ্রদে...
টুকরো টুকরো আকাশ ঝরে পরে
সন্ধ্যা নামে সূর্যের হারে-
অন্ধ বধির রক্তস্রোতে,
নিষ্প্রদীপ নৈঃশব্দ্যে-
অনন্ত নীল চক্রে ,

শ্রাবণের শিশিরে তৃষ্ণার জলে ...