সুজিত মান্না
১.
ধারণা : বেড়াল এবং রাস্তা
রাস্তার ওপর খেলে চলেছে দুটি বেড়াল
বেড়ালগুলির ছুটোছুটির শব্দে
থমকে গেছে গতি
গতি মানুষের
গতি বাতাসের
এভাবেই রোজ বাতাস থেমে যায়
আর নিয়ত শরীর থেকে শরীরকে
আলাদা করে নেয়
রাস্তার ওই
বেড়ালগুলি
শিশিরকণা ভিজিয়ে দিচ্ছে রোমশ দেহটাকে
আর সেই শিশিরের ছায়ায়
নিজেকে জিরিয়ে নিচ্ছে
বেড়ালগুলোর বাইরের আমিটুকু
২.
ধারণা : কষ্ট অথচ কষ্ট নয়
রাতের কষ্টগুলোকে
একটি থালায় ভালো করে সাজিয়ে
রোজ রঙচঙে পোশাকে দেখতে চাইলে
ছুটে যেতে হবে রোজ ওই
দুপুর হারানো রাত্রিবিছানা
ভুলে যাওয়া
মানুষগুলোর কাছে
যেখানে
রোজ অভিনীত হয়
রোজ খেলা করে চোখ মুখ
নিয়ত মনের অন্দরমহলে
আমায় শব্দের পতন ঘটে
সৃষ্টি হয় চোখের ধারার এক সমান্তরাল
ছায়া
৩.
খেলাঘর সিরিজ-১
কখন যে দূরে চলে গেছে আশা
সময়ের মাঝে সরিয়ে নিয়েছি পথ
দূর থেকে আশাগুলোকে দমিয়ে দিয়ে
পথ থেমে গেছে
ঠোঁটে
জীবন্ত হয়েছে পুরোনো ডাইরি
ফাঁকা স্থান হারিয়েছে ঠিকানা
আমি হারিয়েছি মিলিত হবার ইচ্ছা
ওগো পথ ,
বয়স কি শুধুই একটা গন্ডি?
৪.
খেলাঘর সিরিজ-২
যে দৃশ্য হারিয়েছি অচিরে ,
জীবন স্থান পেয়েছে রঙিন চোখের চাওনিতে
তখন যদি ঠোঁট থেমে যেতো
তখন যদি...হাত কথা না
হারাতো
তাহলে,
তাহলে হয়তো পথ থেমে যেতো
না
রাস্তা খুঁজে নিতো চঞ্চল চোখ
শূন্যতা ভিড়ে হারিয়ে যেতো
আর বিকেলের চাওনিগুলো
ফিরে ফিরে আসতো একাকী তোমার অপেক্ষায়
ওগো পথ ,
চলো পাড়ি দিই একাকী দিগন্তে...
৫.
খেলাঘর সিরিজ-৩
যে জীবন পথে পড়ে ছিলো
যে জীবন পথের খোঁজে
ছিলো
আজও সেই জীবনকে খুঁজে নিতে হতো পথ
গোধূলির অন্তরালে কিংবা আঁচলের ঢেউয়ে
যে জীবন ফিরে পেল গতি
আজও সেই পথ একাকী ঘুরে ফেরে
মোড়ের অপেক্ষায়
জীবন কি শুধুই সোজা পথে চলা?
ওগো পথ, চলো ঘুরে আসি
একাকী নির্জন দুপুরের মোড়ের ওপর আটকে পরা
দৃশ্যগুলোর খোঁজে
রমণী রক্তকাঁপানো বুকে হেঁটে চলে যাক দূর থেকে দূরে