রাবেয়া রাহীম
এক
থামার জন্য কোন সতর্ক বানী ছিলনা
কোথায় থামতে হয় জানা ছিলনা
কতটা কাছে এলে একাকীত্বের শ্বাস গুনে
পাঁজরের টুকরোয় চিতা সাজাতে হয়
বলে দিয়ে গেলে না--
তাই চিতায় প্রলম্বিত সময় দীর্ঘ হয়ে
জীবনের সীমানা পেরিয়ে যায়-
তুমি আর ফিরবেনা?
দুই
আজ তোমার সাথে আমার অনেক মিল খুঁজে পেলাম
দুজনেই একই সুরে হাসি- কাঁদি,
এক আকুতি নিয়েই লিখে যাই
টেবিল ল্যাম্প জ্বেলে রাত ভোর হতে দেখি
নির্জন একাকি সময়ে, পুরনো স্মৃতিদের ভীড়ে
কষ্ট কুড়িয়ে হৃদয় ভরাট করি
কতো অভিনয়, কতো সত্য-মিথ্যার মুখোশ লাগিয়ে
মেঘের সাথে চাঁদের লুকোচুরি খেলায়
রাতজাগা পাখিদের আর্তনাদ শুনি
নিজেদের মনের সাথে তামাশা করেই চলেছি ;
অমিল পেয়েছি একটা---তুমি যখন সূর্যোদয় দেখো
আমি দেখি সূর্যাস্ত----সেই সাথে স্বপ্ন গুলো ডুবে যায়।।
সাঁঝের আকাশে অস্ত রাগে সূর্য
নরম, ভেজা বালির উপর হাঁটছি গন্তব্যহীন
আলো ঝলমলে পূর্ণিমা বিসর্জন দিয়ে
আপন করেছি অমাবস্যার নিকষ অন্ধকার
বাতাসে তোমার গায়ের সুবাসে ম্লান হাসি
ভেসে আসে বিদায়ী সুর
ধিকিধিকি জোনাকির আলো
আরও বেশী গাঢ় করে একাকী রাত
যন্ত্রণাকে আলিঙ্গণ করি তীব্র আবেগে
স্পর্ধিত হয় বিশ্বাস !!
হারিয়ে যায় এক টুকরো মায়াময় চোখের দৃষ্টি
নিবিড় ছোঁয়ার সেই ক্ষণ,
অধর জুড়ে রঙিন আলোর মৃদু স্পর্শ
আজ শুধুই ভ্রম!
তিন
প্রায় জনমানব শূন্য নির্জন প্ল্যাটফর্ম
প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে দাঁড়িয়ে আছি
অনিকেতের জন্য
নিউইয়র্ক পাতাল রেল স্টেশনে
আসবে সে রাতের শিফটের কাজ শেষে
রাতের অন্ধকার রক্ত ছুঁয়ে একরাশ উত্তেজনায়
স্বপ্ন সন্ধানী অবুঝ মন অপেক্ষায়
আমি চেয়ে থাকি,শূন্য আঁখিতে চেয়ে থাকি-
পা দুটি শীতে জমে যাওয়ার আগেই
ফিরে যাই
এ শহরের মত আমিও জেগে আছি
সাত সমুদ্র স্বপ্ন বুকে নিয়ে !
আজ তুমিও কী জেগে আছো, অনি?
আমার দীর্ঘশ্বাসে তোমার মন কি কাঁদে?
চার
ছুটির দিনে অলস সকালে কফি কাপ হাতে
ডুব দিয়ে মনের গভীরে
খুঁজে ফিরি সময় কে।
কাগজে কলমে
তুলে আনি কিছু তাজা স্মৃতি
জীবনের ছবি আঁকি স্মৃতির ক্যানভাসে-
সবুজে মোড়া মেঠো পথ, সর্ষে ক্ষেতের আল,
শান্ত নদীর স্নিগ্ধ সজীব হাওয়ায় মাখানো
আহ! আমার শৈশবের
সেই দিন!
বিড়াল স্বভাব
এ কেমন বিড়াল স্বভাব তোমার ?
ব্যথার আড়ালে দাঁড়িয়ে ঝুম-বৃষ্টিতে
পুড়তে থাকা প্রহর দেখো
রোদের কণায় আরাম চেয়ারে হেলান দিয়ে
পড়ন্ত দুপুরে অভিমানী নয়নকে
সিক্ত হতে দেখে অনড় থাকো!
কেবল প্রত্যাবর্তন কালে
ডুব সাঁতারে নখের আঁচড়ে হৃদয়কে ক্ষত বিক্ষত কর!!