সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

হাসিদা মুন



হাসিদা মুন
অর্গাজমিক আস্রবণ
---------------------------------------
দখল করে আছি- সূর্য উষ্ণতা চাঁদের কামাতুর প্রণয়
ভালবাসার মহাসমুদ্র মন্থনে ভাসা অবিচ্ছেদ্য প্রচেষ্টায়
উপহারে জীবন্তভাব নিজের হৃদয় নিজেই বিলিয়ে দ্যায়
গভীরতম হিঙ্গুল রঙ অর্গাজমিক আস্রবণে প্রাকৃতিক স্পন্দন
ড্রিপ ড্রিপ ড্রিপ ড্রিপ ইউনিভার্সাল ধমনিতে ঘূর্ণিয়মাণ দ্রবণ
জেগে উঠে দিবানিশি প্রাণের ছোঁয়া আকীর্ণতায় তার শ্রবণ ........




একার দোসরে
-----------------------------
নির্ভার গতিপথ থেকে অকস্মাৎ
বিদ্যুৎ ছিঁড়ে পড়ে
মাটির উপরে

দাঁড়িয়ে থাকি ঠায়
কক্ষচ্যুত নিঃসঙ্গতায়
একাই একার দোসরে ........




আছে - ছিলোভাব
------------------------------------------------------------
'ছিলো' এবং ছিলোভাব যা যা ছিলো
ইতিমধ্যেই রেখেদিয়েছি
ইতিহাসের দখলে
'আছে'দের কথা কখনো ভাবিনি
চরম ভুগতে হয়
চাপিয়ে দেয়া - সে সমস্ত ভাবতে গেলে
বিধি বিঁধানো বিঁধানের উপায়
তার সবটাই কি বোঝা যায় ?
যেসব রয়েছে - এখোনো তখনো মিলে .........
...............





জীবন অবোধ
------------------------------
স্মৃতির অপরাধ
করি অবরোধ
ঘৃণা মিশ্রিত ক্রোধ
প্রতিহিংসা প্রতিরোধ
সঙ্গিন হ্যাঁঙ হয়
হ্যাঁঙ হয় বোধ -
উপার্জন বুঝেনা জীবন ..
জীবন অবোধ ........




আত্মার মর্সিয়া
--------------------------
পুণ্যতিথি
আসে অতিথি
বন বীথিতলে
এসে বসে
সপ্তসিন্ধু ডিঙ্গিয়ে
যাই সেখানে
কোন সে সাহসে
কেঁপে ওঠে
ধ্রুপদী সবুজাভ
আর্তনা্দে হিয়া
মাথার কুলিঙ্গতে
জ্বলে অমরাবতী
আহত আত্মায় মর্সিয়া ......





কচড়া - পুরুষের তরে
----------------------------
বেশী কড়ারোদে
অতি পরিচিত রমনীমুখ'
মুখোরা হয়ে উঠেছে যে
ভালো লাগেনা আর - তাঁরে
বেশ কিছুদিন দেখে দেখে
পিছলে যায় তা থেকে দৃষ্টি
মেখে দুঃসহ অনাসৃষ্টি
সরে যায় অনতিদূরে
আহ ! কিরণের উন্মত্ততায়
বুঝি মন উথলায়
অপরিচিত মায়াবী মুখ
পুরুষেরা খুঁজে ফেরে
অজানা মিষ্টি রমণী
রমণে সুরভিত হাস্নুহেনা
ভাল লাগে ইহারে উহারে
গোপন রাতের অচেনা আঁধারে
অমঙ্গলে মঙ্গল ভয়
সুখ কি তাতে ফিরে পাওয়া যায় ?
নিজেই নিজের অনিয়ন্ত্রনে
গোপনে অপরাধী বানিয়ে - হারে
হেরে যায় পুরুষ - এভাবেই বারে বারে ...........