বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

সুকান্ত ঘোষাল



সুকান্ত ঘোষাল

১নং প্ল্যাটফর্ম
-------------------
জুতোগুলি সারি দিয়ে দাঁড়িয়ে যেতেই-
কাঠের চেয়ারে শীতলেবু।চা-রঙা রোদ
বাতাসে ভাসিয়ে দেয় শালিকের শিষ্।
ঝালমুড়ি হেড-টেল;সাপ্তাহিক কন্যা-কুম্ভে
          রাজনীতি সাহিত্যবাসর!

এরপর জানলার শিক ধরে দোল খায়-
চেনা বৃক্ষ,খেয়াঘাট,প্রকৃতির কাম্য ইঙ্গিত
নিজ গাঁয়ে পায়ে পায়ে নির্জনে জুতোগান
রুটিগুলি ছড়া হতে নিল মাত্র পনের মিনিট।
_________________________________________





ছেঁড়াচটি
-------------
জুটমিল বন্ধ শীর্ষক নোনাজল-
টেলিভিশনের স্ক্রীনে বাদল ঘনায়
চক সদর ঘাটে বৃষ্টি নামে।
একবুক ধুলোমাখা ছেঁড়াচটিজোড়া
               অঝোরে ভিজে যায়।

ঢেঁকিশাক হামাগুড়ি ; পালক ওড়ায়
পোস্টকার্ডে জলবিন্দু বায়ুচাপের পরীক্ষা
আড়ালে সফল হয় সকালে-সাঁঝে।

অবশিষ্ট বাঁকাপথে ছেঁড়াচটিজোড়া
দুই আঙুলে বাতাসে দুলে,পূবালী হয় বলে।
_________________________________________





কুপ্রস্তাব
----------------
আপ্লুত খবরপাঠ যখন আপিল হয়েছি স্বয়ং
লুটপাটের পরবর্তী দিন মগজে
             আঁতাত বিছানা পিছলে যায়।

আমাদের বাড়িগুলো ততদূর পর্যন্ত
              আরামদায়ক হয়ে ওঠে।
কারণ আমরা সকলেই একটি   
              অভিজ্ঞতার হাসপাতাল
              মাঝপথে কুপ্রস্তাব কুড়িয়েছি।
_________________________________________





বাথরুম
-----------
ছয় ফুট বাই সাড়ে পাঁচ চার দেয়ালের মাঝে
সমস্ত যোগফলে লাইক বসাই।

অসংখ্য পোস্টকার্ডের খেতে আলপথ রঙের
ট্রপোস্ফিয়ার-হানিম্যানের খাতায়
শরশয্যার কাছে জলের সমোচ্চশীলতা
ফোয়ারা বানিয়ে রাখে।

গভীর কূপ খুঁড়ে টেনে তুলি টলটলে ধ্রুবক
'বেঁচে থাকো বাবা।'
মুখ ফিরিয়ে নিলেই
কফির শিশির মধ্যে ফড়িং ওড়ে হাজরামোড়ে
কয়েকটি অফিসব্যাগের আলাপে
ওভারব্রীজ ধরে উঠে যায়
আটপৌরে আত্মজীবনী।
_________________________________________





দাহ
------
পদক্ষেপের বাইরে এসে প্রস্তাবনা জলীয় হয়
অপেক্ষা টিকিটে দাঁড়িয়ে যখন
খুচরোগুলো মেঘ করে নিচ্ছি।

আমাদের অক্ষরজ্ঞান আর সম্ভ্রান্ত মহিলার-
উপাধি পরস্পর সামিল ছিল
এই মহড়ার বিপরীতে যারা কথাহীন

দাহ পর্যন্ত তারাই আমায় সঙ্গ দিয়েছে।