দেবজিৎ
অনুভূতি
১)
পথে হেঁটে গেলে
একটা অবয়ব তৈরী হয়,
যেভাবে
বাতিস্তম্ভ হয়ে রাস্তা হেঁটে যায়।
গোধূলি আঁকা শহর
তার কেন্দ্রবিন্দু
নিয়ে এঁকে নেয়
বৃত্ত, তখন অবয়বের রাস্তা
হেঁটে চলে
উপত্যাকার দিকে
.
তুমি তখন খুব
শান্তই ছিলে
২)
ছেলেটি পড়েছিল, ঘড়ি সঠিক সময় দেখায়...
.
শেষে বুঝতে পেল
দম ফুরিয়ে যাওয়ার পর ঘড়িতে সময় থমকে ছিল...
মাঝের একটা সময় x সময় অতিক্রান্ত করতে হয়েছিল জীবনের
.
বাকিটা একটা
সম্পর্ক, সময়ের সাথে দমের, সমানুপাতিক এবং ব্যাস্তানুপাতিক।
৩)
লোকটা ফকির হয়ে
যাওয়ার পর
পাখিগুলি দেখতে
পেল
যে পাখিগুলি
ফকিরের সাথে ছিল,
সে তো আল পথ ধরে
হেটে গেছে,
রাজপথ বরাবর,
যেখানে লোকটা
ছিল।
৪)
রাতটা হারিয়ে
গেছে কুয়াশায়
যারা ঘাস বুকে
জড়িয়ে শুয়েছিল,
তাঁরা বন্য
উনি ঈশ্বরের আসন
ছাড়েননি...
৫)
যখনই বাড়ে
সম্পর্কেরে গভীরতা
ঠিক তখনই হয়
ছন্দ পতন,
ঠিক যেন
পূর্ণিমার চাঁদ
পূর্ণরূপে
প্রকাশিত কলঙ্ক।