সুবীর সরকার
আলপিননামা
“এক”
দু চার লাইন নদীভাঙন
সম্পর্কে শ্যাওড়াগাছের ছায়া
ফাঁকা অডিটোরিয়াম
হেমন্ত দুপুর জুড়ে ঘুঘুর
ডাক
তেমন কিছুই তো করবার নেই
মরুভূমিতে গিয়ে সাপ শিকার
ক্রমশ বদলাতে থাকা অবস্থান
“দুই”
কি খুঁজছে তোমার চোখ
হারানো দিনের গান,হায়নাদের
হাসি!
জুতোর ফিতে বাঁধতে বাঁধতে সংসারের
খুটিনাটি
খাপের ভিতর থেকে বেরিয়ে আসা
তলোয়ার
গোপনে ঘাপটি মেরে থাকা আলপিন
ঘোড়া,পেঁচা ও পুরানো পিয়ানো
“তিন”
হেঁয়ালির মত কিছু একটা
আষাঢ় সাজানো আলপথ
অগ্রাধীকার পাবে দিঘীর জল
‘তুমি হেরে যাবে সে তো আমারই
পরাজয়’
আমাদের চোখ সরাসরি মঞ্চের দিকে
‘আপনি কিন্তু দীর্ঘ সময় ধরে শট
নিচ্ছেন’
গল্প যতই এগোয় ততই রাত বাড়ে
আমাদের কোন সন্ধিপ্রস্তাব নেই
আমাদের কোন যুদ্ধবিরতি নেই
অকারণে বাজতে থাকে বাজনাগুলি
“চার”
মাছের মৃত চোখ।
ঘোড়ার পিঠে চেপে তরাইজঙ্গল
কোথাও অবকাশ নেই
আহ্লাদ থেকে বহুদূরে দাঁড়িয়ে
থাকি
“পাঁচ”
শরীরে হলুদ,মাছিমশাসিরিজ
তোমার নখের নিচে পিঠ পাতি
মাহুতবন্ধুর হাতে হাত রাখি
“ছয়”
এই ঘাসজমির পৃথিবী
এই শালজঙ্গলের পৃথিবী
পুরোন ভিটায় রোদ
টিলার ওপর বৃষ্টি
জেগে ওঠা ভোরবেলার পাশে
অপেক্ষারা ফিরে ফিরে আসে