সোমবার, ২১ আগস্ট, ২০১৭

শাহানারা ঝরনা



শাহানারা ঝরনা

নতুন নামতা

তোমার তুমিতে মেশা জলছবি দিন এক
আমার আমিতে মিশে একাকার সারাক্ষণ ।
মানবিক কষ্টের জলে দুটি চোখ বিরাগী হলে
ধারাপাতে যোগ হয় গৃহকাতর অনুভুতির নতুন নামতা ।





মন বাড়ি

থেমে  যায় শব্দের উৎসব ।
আঙুর রোদের তাপে পাশাখেলা প্রহর কাটে ।
বিধ্বস্ত মন বাড়িতে দেখি অরক্ষিত পড়ে আছে
যান্ত্রিক ভাবনার গেরস্থালি ।





শিশু বেলা

নেশাগ্রস্থ অতিথির মত বারবার আঙিনায় আসে স্মৃতির সারেং ।
করুণ সুরে গান গায় কুটুম পাখিরা ।
অস্থিরতার ঝুলনে দুলি ।
শিশু বেলা আমন্ত্রণ জানায় এক্কাদোক্কার উঠোনে ।






প্রচ্ছদে আঁকি

দ্বিধাবিভক্ত সময়ের অনুশাসন মেনেই
পয়মন্ত হয় আগামির বারোমাসি ।
মনন প্রচ্ছদে আঁকি সময় ও সভ্যতার ছবি ।
শৈশব বিলি কাটে বুকের ভেতর ।





পরাণের গহীনে

তোমাকে মুছতে গিয়ে মুছে গেল কত রাতের তারা
ডুবজলে ভেসে গেল কত প্রেমের পাণ্ডুলিপি । পরাণের গহীনে হাসে
মাদক বাতাস । দারুচিনি স্বপ্নঘোরে কাঁদে বয়সি বৃক্ষ ।
কখনও কলস্বরে মাতে ঝিনুক সন্ধ্যা । দেখি বাক্যদান আবেশে তুমি
দিব্যি জলসা মাতাও নেশা মন্ত্রের তসবি হাতে ।
ভবঘুরে বিষাদে কাটে তমসা প্রহর, আমি চিন্তাহরণ ধ্যানের মহৌষধি
সেবন করে পরজন্মের সতীর্থ হই । কিছু বোঝার আগেই সুরতন্ত্রে বেজে ওঠে
তোমরা কুঞ্জ সাজাও গো ' ----!!