সোমবার, ২১ আগস্ট, ২০১৭

নাসির ওয়াদেন



নাসির ওয়াদেন  

স্বপ্নের শব্দেরা  

অনর্গল মিথ্যের স্রোতে পাড় ভাঙে নদী
দু 'পেয়ে হাওয়া জিনে বসে দৌড়ায়
সভ্যতার ফ্রক খুলে হাসতে থাকে রোদ

বাসি অমাবস্যার উলঙ্গ খাকি চাঁদ
মৃত্যুদন্ড প্রাপ্ত ডোরাকাটা স্বপ্নগুলো,
খুনী রোদের শব্দের মিছিলে
হাঁটতে হাঁটতে ভাঙা পৃথিবীর
কবোষ্ণ দুঃখগুলো চুষে চুষে খায়---

সমুদ্রের তলদেশে আগুনের ইন্ডাস্ট্রি
নিঃশব্দ শব্দকে সাজাচ্ছে নির্মিত কুটির

ভদ্র সভ্যতার জোৎস্না জাগে দুষ্ট ঠোঁটে --

স্বপ্নের শব্দেরা অনর্গল মিথ্যের পাঁচালী
গেয়ে গেয়ে দৈনিক আয়ু ফেরি করে ।






অস্তিত্বহীন আবেগ   

গোধূলির ভাবনাগুলো  ইচ্ছে ডানায়
ওড়ে ছিন্ন ছিন্ন  পালকের মতো

আধখানা আঁধার মথিত হোক
চাঁদের লাবণিক হ্রদে

আবেগ ছুঁয়ে রয়েছে মস্করা সংগীতে
আমার বুকে দস্যু নদী
আঁকাবাঁকা ছুরি বিঁধছে বিশ্বাসের খাঁচায়

বাদামী চিহ্নের ওপর লাল অন্ধকাররেখা উপায়হীন মনের দখল নিচ্ছে শপথ

অস্তিত্বহীন আবেগ চুইয়ে চুইয়ে নামছে
ঝরণার পাথর বুকে আলোর সম্পাতে---

মেঘশরীর থেকে আবেগ বৃষ্টি হয়ে ঝরে ।






ধুলো ডানায় জোৎস্না  

আমি আর পুড়তে চাই না মেঘশরীর--
তৃষ্ণার্ত পৃথিবীর অলৌকিক নিস্তব্ধতা
আমার জঙ্গম দেহে অবিশ্রান্ত কান্নার
ভেতর ঝিনুকের মুক্তো খোঁজে•••

অলস বিকেল হাঁটে পার্কের গোল ছায়ায়

চুল থেকে ঝরে ঝরে পড়ে স্নেহকণা
তোমার গ্রীবা থেকে ফোটা ফুল
উদাসীন রাতের বুকে পাথরের ছবি

অন্ধকার বৃত্তের নাঁড়ি ছিঁড়ে যায়
নির্বাক চাঁদ প্রমগ্নতার গভীরে ---

আমি অপবিত্র হবো বারবার তোমার
ধুলো মাখা জোৎস্নার ডানার মতো ।





ভালবাসার স্বাধীনতা  

আন্দোলিত দিনসমূহ বৃক্ষের শাখা হয়ে
অনবরত দুলছে বাৎসল্যের ঢেউয়ে

একটি স্বাধীনতা দিবস  মুঠো মুঠো
লাবণ্য ছিটোচ্ছে দুই হাতে

কচি কচি শিশুর মাথায় জটিল গণিত

বই খাতা ফেলে আমাদের শিশুরা
অন্যরকম অমলিন সাজ দেহে,
ইউনিফর্ম নেই, নেই বাক্স পাটরা, কলম
শুধু খেলা আর একরাশ উচ্ছ্বাস---

শ্রাবণের মিষ্টিধারা ক্লান্তিহীন বাতাসে
একগুচ্ছ প্রতিশ্রুতি ছুঁড়ে মারে
স্বাধীনতার শপথে
বিষন্নতা ভেঙেচুরে জমে ওঠে ভালবাসা ।






জল দাগ  

ঢেউ শুধুই বারবার ছুঁয়ে যায়
সমুদ্রে  সফেনের দাগ
জন্মবোধ কাছাকাছি খুঁজে বেড়ায়
অফুরন্ত পরাগ---

তরঙ্গে ভাঙাগড়া বেলাভূমে নির্মিত শিল্পকলা
বাতাসে ক্ষয়ে ক্ষয়ে নিঃশ্বেষিত ভগ্ন বেলা
জুড়ে রয় জীবনে অনন্য জলদাগ ।