সোমবার, ২১ আগস্ট, ২০১৭

হাসিদা মুন




হাসিদা মুন

মধ্যাহ্নের তমালতলে
-------------------------------

সাদা বলাকার ছায়া পড়ে নীল যমুনার খরজলে
প্রতীক্ষমাণ উদাস বাউল এসে
পা ছড়িয়ে বসে মধ্যাহ্নের তমালতলে

দরিদ্র মরণ তাঁকে স্তব্দ করতে পারেনা
গর্বিত মূর্ছনা মূলে
অজানার সুর সাধনার সুখে স্বর্গ স্তব্দ হলে
প্রেম হতাশায় পুড়ে খাকহয় আলোকবর্ষ জ্বলে ......
*





মৌসুমি শব্দকৃষক
-----------------------------
হে' মৌসুমি শব্দকৃষক
আকাশ বাণীর শব্দগুলোকে তুমি
ক্ষেতের জমিনে বুনে দিও না
জানোতো-
মেশানো শব্দবীজে
শুধুমাত্র মুখস্ত স্মৃতিকথা
সেখান থেকে
কি এক একপেশেপনা শিখে নিয়ে
একত্রীভূত হওয়া থেকে বেরিয়ে
বিচ্ছিন্ন হয়ে হয়ে
আত্মম্ভরিতা বাড়ে অযথা ...
*





গন্তব্যহীন হয়ে যাওয়া
-----------------------------
ভোর হবার আগেই ফিরে এসো গতরাতের স্বপ্নেরা
দরজা খোলা আছে শতভাগ
রুপালী জোৎস্নাও যে এসেছিলো
এইপথে শেষ রাতে
' বয়ে যাওয়া সময় !
তুমি একচোখা দৈত্যের মতো
শুধু একদিকেই চেয়ে থাকো
জিজ্ঞাসিবে না কক্ষনো
কেন আর কিভাবে এখানে এলাম ?
অনেকটা পথ হেঁটে পৌঁছেছি
সত্যকে জেনেছি ভালবাসায়
যে কিনা কথা বলতে পারেনা
শুধুই ভাবায়
মনে মন মুড়ে রাখে
শেখায়
মোড়কে বাঁধা দুজনাকে
বোঝায়
একে একে হয় - দুই
আর হওয়ায়
দুই ই হলো - এক গন্তব্যহীন হয়ে যাওয়া ........
*




কিছু  দিন ক্ষণ
--------------------
সময় ...
সব সময়ই
সময় নয়
সব সময়ই তো
ভালো বাসিবার নয়
কিছু কিছু সময়ে
ভালোবাসা হয়

মানুষ ...
সব মানুষই
আপনার নয়
কিছু কিছু মানুষ
'আপনমানুষ' - হয়ে রয়

দিন ...
সবই দিন
কি শুভদিন হয় ?
কিছু কিছু দিন
চিরদিন মনে থেকে যায় .





অজ্ঞাত অপেক্ষা
----------------------------

রাতের অন্ধকার পেরিয়ে
 মিলনস্থান এসে
 বহুবার ডেকে গেছে
বাদলভরানো - নিগূঢ় অভিশপ্ত ঘুমে
এতোসব শব্দের দাসত্বে থেকে
শোনাযায়নি - সে ডাক

অনাহূত প্রবেশ আমার অজানা
অনন্তকালের সীলমোহর ভেঙ্গে বেরিয়ে এলেই
দেখতে প্রেম -
দেখতে পেতে এই আমাকে
অহোরাত্র -একা ফটকের বাইরে অপেক্ষা করেছিলাম
অপেক্ষা করেছিলাম

দেখতে ভালোবাসা -
অজ্ঞাত এক  তোমার অপেক্ষা করেছিলাম
দীর্ঘ দীর্ঘ  প্রহর দৃষ্টির সামনে মেলে ধরে 
চোখ  বুজে   বুদ  হয়ে  তোমার 
 অপেক্ষা করেছিলাম


অপেক্ষা করেই ছিলাম ...........