দূরের নক্ষত্র
নন্দিতা ভট্টাচার্য
নন্দিতা ভট্টাচার্য
পাখীর চোখে দেখছিলেম
হাঁটছিলে তুমি
হাঁটছিলে।
হাঁটছিলে তুমি
হাঁটছিলে।
দৃপ্ততেজে
অশ্বারূঢ়
নও।।
শ্লথ তোমার গতি
চোখের তারায়
পালক দিয়ে
অশ্বারূঢ়
নও।।
শ্লথ তোমার গতি
চোখের তারায়
পালক দিয়ে
ডানা ।
খুঁজছিলে
খুঁজছিলে
তুমি
খুঁজছিলে
তোমার গোপন হাসনুহানা ।
খুঁজছিলে
তোমার গোপন হাসনুহানা ।
অমোঘ
নন্দিতা
ভট্টাচার্য
অমোঘ সত্যের মত
যে কথাটি বলে গেল
ছেলেটি হঠাৎ ...
তারপর
সারাদিনমান যতবার
তুলেছি মুখে ভাতের গরাস
টপ টপ চোখের জলে
যে কথাটি বলে গেল
ছেলেটি হঠাৎ ...
তারপর
সারাদিনমান যতবার
তুলেছি মুখে ভাতের গরাস
টপ টপ চোখের জলে
লবণাক্ত হয়েছে তার স্বোয়াদ ।
~~~~~~~
~~~~~~~
প্রাণের শহর
নন্দিতা ভট্টাচার্য
নন্দিতা ভট্টাচার্য
ঝাপসা হয় পানবাজার ওভারব্রিজ
দিপরবিল
কারবিগ্রাম
দিপরবিল
কারবিগ্রাম
গোয়ালপাড়ার সূর্যাস্তের
ব্রহ্মপুত্র ।
আমার প্রাণের শহর ।
বিধ্বস্ত হয়েছে তার চিত্রল মুখ
ছবির মত অমলকান্তি বাড়িগুলো মুখ ঢেকেছে
কর্পোরেট অশ্লীলতায় , উঠোনে দাঁড়ালে
চোখ ছুঁয়ে যেত শরনীয়া পাহাড়ের সাবলীল শরীর ।
ছবির মত অমলকান্তি বাড়িগুলো মুখ ঢেকেছে
কর্পোরেট অশ্লীলতায় , উঠোনে দাঁড়ালে
চোখ ছুঁয়ে যেত শরনীয়া পাহাড়ের সাবলীল শরীর ।
কালাপাহাড় , জাপরিগগ , নীলাচল
পাহাড় শরীর ঢেকেছে ।
ধাবমান অতল তল । বাজারের উল্লসিত
সমারোহ । কৃত্রিম আলোর ছলাকলা ।
ফ্লাইওভারের কার্নিশে শহরের বন্ধ্যা জীবন । হারিয়ে যায়
ফ্লাইওভারের কার্নিশে শহরের বন্ধ্যা জীবন । হারিয়ে যায়
স্মৃতির ক্যানভাসে রাখা তুলির
বর্ণিল মেদুরতা ।
সব শহরই আজ এক ছাঁচে ঢালা । বেবাক নিথর শব ।
সব শহরই আজ এক ছাঁচে ঢালা । বেবাক নিথর শব ।
তবু ভালবাসি ।
আমার প্রাণের শহর ।
তোর লাইকেনহীন শরীর থেকে খুঁটে
খাই অক্সিজেন মন।
~~~~~~~~
বিষকন্যা
নন্দিতা ভট্টাচার্য
নন্দিতা ভট্টাচার্য
সুজাতার পরমান্ন ভাণ্ডে ঢেলে দেব
একফোঁটা বিষ ।
একফোঁটা বিষ ।
যেমন গাছের গোড়ায় পেরেক কিম্বা
হিং।
কঙ্কাল গাছ সারি সারি ঠায় দাঁড়িয়ে । করাতের অপেক্ষায়।
কঙ্কাল গাছ সারি সারি ঠায় দাঁড়িয়ে । করাতের অপেক্ষায়।
আমি তো বিষকন্যা ।
সমস্ত অপকথা গায়ে উদোম দাঁড়িয়ে থাকব পেরেক বুকে ।
~~~~~~~
সমস্ত অপকথা গায়ে উদোম দাঁড়িয়ে থাকব পেরেক বুকে ।
~~~~~~~
পয়লা ফাল্গুন
নন্দিতা
ভট্টাচার্য
আজ পয়লা ফাল্গুন
গাছে ফুলও নেই পাতাও নেই ।
গাছকাটা তো বারণ
গাছের গোঁড়ায় বিষ ।
গাছের গোঁড়ায় বিষ ।
সারি সারি গাছের কঙ্কাল
অসহায় রাজপথ গলিপথে ......
অসহায় রাজপথ গলিপথে ......
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~