এখনও কি...
=========
আজমল সায়েম
এখনও কি বসে থাকিস
পুকুর পাড়ে-
ঘাসের পাতা ছিঁড়িস,
বাঁশের ঝাঁড়ে আড়াল হয়ে
কারো আসায়
অনেক মায়ায় ভিজিস?
.
এখনও কি ওড়না বেঁধে
তৈরি থাকিস-
বারান্দা ঝাড়ু দিতে,
মুখ পানে চেয়ে কেউ হোচট খেলে
এখনও কী
হাসিস দুষ্টুমিতে?
.
টিউবওয়েলে কলসি নিয়ে
যেতে যদি-
বড়ই কুড়া লাগিস,
আধো কেঁদে সবার আগে
এখনও কী
করিস কাউকে নালিশ?
.
ভুল বুঝেছিস,দূর ঠেলেছিস
ফেললি বুঝি-
সুখের সাগর নোঙর!
যাবার আগে ভাবলিনারে
এই অধমের কে নিবে খবর!..
২০.০৫.২০১৫
****
স্ট্যাচু অব
লিবার্টি
আজমল সায়েম
=====================
ইতিহাস যেমন ইচ্ছে করলেই গড়া যায় না
তেমনি মানুষ ইচ্ছে করলেই শৈশব
ভুলতে পারেনা।
মানুষ যতই দূরে যাক,বিলাসপরায়ণ
হোক
যত ক্ষমতাশালীই হোক,
পারেনা ভুলতে শত চেষ্টায়ও
শৈশবের প্রথম পাঠশালাকে।
.
ভুলা যায়না কান ধরে উঠবস করানো
হাত দুটি বেঁতের বাড়িতে লাল
করানো
তখনকার কিছু অপ্রিয় শিক্ষক
শিক্ষিকাদের।
শৈশবের
সহপাঠী কারো কারো সাথে হয়তো কোনদিন
আর দেখা হবেনা
হবেনা পাওয়া দুষ্টুমিতে ভরা সেই
মধুর ক্ষন,
তাই বলে কি ভুলে যাওয়া যায়?
না!ককখনো না।
.
এমনি ভুলে যাওয়া যায়না বিশেষ
কিছু অতিথিকে,মানুষকে
যাদের দেখলে বড় হওয়ার স্বপ্ন
দেখতে মন হতে হয় বাধ্য।
.
ভাটিবতীর স্বপ্ন পূরণে মাদক ও
সন্ত্রাসের বিরুদ্ধবাদে প্রথম"বসন্ত
উৎসব " উদযাপনকারী; সেই
আপনি আমার শৈশবের পাঠশালায়!...
.
আপনার আগমনে আমরা,একেবারে ঠিক যেন স্ট্যাচু অব লিবার্টি'র মত; ভাষাহীন ভাষ্কর্য।
****
আতঙ্কিত
--------------
আজমল সায়েম
পৃথিবীতে আজ নারীর ক্ষমতায়ন,
নারীর ক্ষমতায়নে পুরুষ আতংকিত!
ভেবে দেখি বেঁচে আছি কি?
.
এই বিশ্বে বসবাস করা সব পুরুষ,
কোথায় ছিলাম,কোথায় যাচ্ছি আমরা?
পথ ভুলছি,আলো রেখে আঁধারে হাটছি!
.
এই ডিজিটাল বিশ্বে,
শক্তি থাকা সত্ত্বেও শক্তিহীন হয়ে যাচ্ছে এই পুরুষরা।
.
কথা হয় ইভটিজিং নিয়ে,
আলোচনার ঝড় ওঠে কথিত পুরুষর নিয়ে,
টিভি চ্যানেলের টকশোতে,খবরের কাগজে,
সব দোষ দেওয়া হয় পুরুষদের উপর!
.
জাহেলিয়াতের নারীর অবস্থানে
পুরুষর আজ ধীরেধীরে ধাবিত,
তখন পুরুষর নারীদের নির্যাতন করতো
আজ নারী দ্বারা পুরুষ ক্রমে........
.
বখাটে ছেলের ইভটিজিং বিচার নিয়ে সবাই ব্যস্ত!
কিন্তু,যখন মেয়েরা বোরকা নামের ভদ্রতার লেবাস পরে, মিথ্যে ইভটিজিং এ নিষ্কলুষ কে দোষী করে কারাগারে আটকায়,
তা কি আদৌ দৃষ্টিগোচর হয়!
তার বিচার কি হচ্ছে!
****
আসবে যদি
=====================
আজমল সায়েম
আসবে যদি
তবে বৃষ্টির দিনে এসো,
খোঁপার বেণী খুলে এসো,
নীল শাড়ী পড়ে এসো,
পায়ে নুপূর আর আলতা পড়ে এসো,
আউলা চুলে থাকা
এই আমার চাহনির ইশারার চুম্বনে,
তোমাকে অনেক ভাব দেব!...
২৩.০৪.২০১৩
****
পরাধীনতার শেকল
=====================
আজমল সায়েম
খালের জলে দুটি সাদা রাঁজহাস
ভেসে বেড়ায় মনের স্বাধীনে!
.
গ্রামের মাঠে গরুগুলি চড়ে বেড়ায়
মনের স্বাধীনে!
.
গ্রামের সেই বুড়ি
বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে বেড়ায়
মনের স্বাধীনে!
.
কাননের পাখিরা আকাশে উড়ে বেড়ায়
মনের স্বাধীনে!
.
শুধু আমি পারলাম না
একখানি পা
পরাধীনতার শেকল থেকে করতে বাহির!..