শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

কামরুন নাহার সোমা



কামরুন নাহার সোমা

দর্শন
প্রথম দর্শনেই আমি মুগ্ধ ,
তাইতো আমি বাক রুদ্ধ ।
তোমার নিঃশব্দে ,
অপ্রত্যাশিত আগমন ।
হৃদয়ে জাগায় হিমেল স্পন্দন
 ( ৩০-০৫-১৬)






বৃষ্টি
প্রচণ্ড তাপের পর বৃষ্টি  ,
প্রকৃতিতে যেন অপূর্ব  দৃষ্টি¬¬¬
সবুজ আরও সবুজ ,
রঙে ফুটে উঠল ।
বিলের শুকনো বুকে ,
পানি  ভরে উঠল  ।
তপ্ত পৃথিবী ,
মহনীয় রুপে  শীতল হোল ।
 ( ১৫-০৫-১৬)






নীল আকাশ
নীলাভ রঙে,
অপরূপ  যেন আকাশ।
ঘন সাদা  মেঘ,
যেন তুলার পরশ।
আকাশী বেগুনির  মিলনে ,
অথৈ দরিয়ায় সবুজ  যেন ,
প্রাণবন্ত উজ্জ্বল গালিচা ।
( ২৭-০৫-১৬)







ওষধি ফল
সোনালী সূর্যের রশ্মিতে
সবুজ ঘেরা উদ্যানে ,
একটি ওষধি ফল বৃক্ষ ।

পুষ্টিগুণে ভরপুর,
ভিটামিন সিতে পরিপূর্ণ,
ফাইবার ফল ,
অ্যান্টিঅক্সিডেন্ট ,
ক্যান্সার সহ যাবতীয় রোগ নিরাময়কারী ।

আচমকা উর্বশীর আগমন ,
শ্রী বর্ধনে আমড়া ফল কর্তন ।
 ( ২৭-০৮-১৬)






স্বার্থ
সে কি এক অদ্ভুত ভঙ্গী ,
তোমার অঙ্গে ।
হয় না কেন আমুল পরিবর্তন ,
কাজের ঢঙে ।

স্বার্থ  হাসিলের পূর্বে ,
রসগোল্লা  দান ।
স্বার্থ সম্পাদনের পর ,
করল্লা প্রদান ।


 ( ৪-০৬-১৬)