হাসিদা মুন
যোগ্যতমের খোঁজে
ফরেনসিক ইচ্ছেগুলো
যোগ্যতমের
খোঁজে -
বিভিন্ন আকাঙ্ক্ষাকে
কাটে
ছেঁড়ে - পোড়ায় ...
এরপর তা
থেকে যা বেরোয়
সেখানে
বিদঘুটে কিছু উঠে দাঁড়ায়
শোনো হে ' আগন্তক ইচ্ছেরা !
যদিও উপরিতল পরিষ্কার দেখায়
সব
স্বচ্ছজলের নিচেই
পচা
কাদা পাওয়া যায় ....
বেড়েছে অনন্য
বেড়েছে
অজস্র কর্ণ
বেড়েছে তৃষ্ণার্ত দ্রুততা
অট্ট বাজনার হর্ণ ও
বেড়েছে নিযুত বর্ণ
হলুদ গতকাল
সবুজ আজ
লাল আগামীকাল
ভাগ্য'টা বন্দক রাখা
চৌরাস্তার মোড়ে
- আকীর্ণ ...
অগণিত পরিসরে
চিরকাল বয়ে যাচ্ছে
জীবনের পর জীবন
অগণিত
আঁকারে
অগণিত
দ্বারে
অগণিত বারে
অগনিত স্তরে
তুমি
আমি
কতবার - কতজন - কতদিন মনে রাখি কারে ... ?
ভুল
ভুল সময়ে ভুল অবস্থানে
কিছু ভুল করে বসবাস
নিচে তপ্ত মাটি
উপরে
স্ফুলিঙ্গ ঝরা আকাশ
গায়ক পাখী গান শুনায় না
শোনায় ভুলের দীর্ঘশ্বাস ......
ভক্তি মরণের সতীর্থ
মতামত আমায় হস্তান্তর করে
বিশ্বাস খুঁজে পেতে
নিজের মধ্যে থেকেই নিজে
যেতে হবে
তোমাকে তোমায় বুঝে নিতে
অক্ষুণ্ণ ভক্তি মরণের সতীর্থ
রুদ্ধ বাক অপারগ উচ্চারিত
প্রাণের দ্বারে প্রাণ যথাযথ
ব্রতের শৃঙ্খলে কাঁদে ব্রত ......