রাবেয়া রাহীম
এক
ভালোবাসার লেলিহান শিখায় অপলক চেয়ে থাকে
আবেগহীন উদাসী বাউল
নিশ্বাসের সাথে নিশ্বাস বিনিময়ে
কতটা প্রেম থাকে আর কতটা পৌরুষ
খুঁজে মরিয়া ঋজু সন্যাসিনী
শুদুই অপেক্ষায়
অদৃশ্য শক্ত দেয়াল ভাংগার ।।
দুই
রাতের পর রাত একলা জাগি--জোছনার আলো গায়ে
মেখে
হাত ভরে এক সাথে অনুভূতি কুড়াবো
পাশে থাকবি?
উদাসী বিকেলে একলা আকাশে
মন খারাপের মেঘ জমাতে পারি
সেই মেঘের কাছে নিজেদের সঁপে একাকার হবো
সঙ্গী হবি?
কথার বাঁধনে বিনি সুতোর গাঁথা মালায় বেঁধে
অনুভবে রাঙাবো যতনে--সব মান অভিমান ভুলে
আমার আপন হবি ?
ঘর সংসারে ফাঁকি দিয়ে পুজাপাঠ তুলে রেখে
সাঁঝের বাতি নেভাবো--আমার জন্য বাঁশি বাজাবি?
তিন
মনের তরে মন সঁপিলাম কি মায়ার বানে
চক্ষু বেঁধে অবুঝ হয়ে যাই যমুনার পানে
জ্বলে পরান, জ্বলে অঙ্গ যার কারনে
সে কি জানে !!
চার
সুতা খুলে ঘুড়ী
যায় চলে
উড়ি
যায়
দূরে উড়ে
নুপুর বাজে সুরে
বেঁধেছ মায়া ডোরে
আসতে হবেই ফিরে !!
পাঁচ
কিছু সময়ের প্রাপ্তি, কিছু অনুভূতি, কিছু স্মৃতি,
কিছু বোধ, কিছু দ্বিধা, কিছু একান্ত আপন আলাপে
পূর্ণ করেছিলাম নিজেকে
সেই পূর্ণতার অভিশাপেরা ছাড়ছেনা পিছু।
ভালই আছি,,
স্বপ্নহীন আর শূন্য জীবন নিয়ে বেঁচে আছি,
নীরব আর্তনাদে কেটে যাচ্ছে দিন-রাত্রি ,
স্মৃতি গুলি দুর্বিনীত নদীর মতন প্রবাহিত হয়ে,
দুঃখ ছোঁয়ার প্রতিযোগিতায় মত্ত ।