শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

সোনালি পুপু



সোনালি পুপু

চম্পক নগর     
রোজ ভাবি গদ্য লিখব
জীবনের ওঠা নামা পড়া
কেউ বা মান্দাসে ভাসে
কারো গায়ে পাটের পাছড়া

বেহুলা নাচানো স্বর্গ
বাড়ে কমে জলের গরজ
গলে যাওয়া ভালবাসা
কোলে নিয়ে দিন যাপি রোজ

কুমীর বাঘের ভয় সাপ
তুমি দেখেছো হেঁতাল
লোভী মানুষের চোখ
সোনা ঘেরা কুঠুরি পাতাল
সব সয় নাচুনিয়া
অগ্নি জ্বলা  বেহুলা সুন্দরী
কাল সাপে দংশে যারে
সে তো রোজ সর্পে ভাবে দড়ি


চলো ভাসি মহাকাল
তুমি মোর প্রানের দোসর
সেই কালী পূজা রাতে
ডংকা বেজেছিল ঘন ঘোর

চলে নৌকা জীবনের
পাশে বসে নিশ্চুপে মরণ
রোজ বলে,"হেরে যাবি?
কি বেহুলা জানিস ত্বরণ? "

শত্রুতায় প্রাণ বাজি
একমাত্র সাথী সর্প ঝাঁপি
একা খরস্রোতা প্রাণ
হাত ধরে কাল রাত্রি  যাপি।





পদ্মপাতা
আদর তুমি
 ব্যথার গাঢ়
লালচে কাল
চোখের জল।
আদর আমার
পদ্মপাতায়
জলের ফোঁটা
মন কাজল।
নিষ্পেষিত পাপড়ি
গোলাপ গন্ধ
কত মন বাহার
দু হাত পেতে
বিষের বাঁশি
বুকের মাঝে
অলংকার। 






খোলা চিঠি
নাম জানি না মন ,
উঁহু, চিকন কিংবা জরদৌসি।
নাহ তার চেঅনেক ভালো
পুচকে-পুসুন ,চোখের মনি,
কলজে ছেঁড়া চোখের জল আর
ঠোঁটের হাসির সোনার খনি।
সকাল বেলার চিলতে রোদ ,
আর লাল গোধূলির স্বপ্ন- আলো
তারায় ভরা নীলচে আকাশ
পুজোর ফুলে ঝলমলানো
সবই তোমার নাম বলা যায়
একশো কিংবা হাজার আট-ই।
ছোট্ট পা ,আর জুতোর  ধুলো
            না হলে যে সজ্জা মাটি
আমার ঘরের।
ছেঁড়া কাঁথার দুয়ো রানির
গরিব রাজার অরূপ রতন ,
মুকুটে নয় আদর দিয়েই
অভিষেকের আত্তি- যতন
সারবো এবার
ভালো থেকো ভালো থেকো।
খুশির ঘড়া উঠুক ভরে ,
মুখে পড়ুক সোনালি রোদ
ভয় পেয়োনা ঝড় বাদলে।






ছড়াচ্ছে শব্দের গন্ধ
ঝরে পড়া প্রানের উঠোনে।
অবিশ্রান্ত বৃস্টি, আলো, ধুলো খেলা
চেতনার স্নান
সমস্ত শোকের ঊর্ধে,কালি মাটি কান্নার নির্যাস
সব কিছু।
ছোট খাটো পল হাসি উদাসীন ক্ষন খুচরো বেলা
মনের পকেটে রাখি।
চূর্ন চুলে রাখি মেঘদূত।
পূর্বাভাস ভরে রাখি কপালের মন্দাক্রান্তা ভাঁজে
রূপোলি রংগের চুলে জীবনের ছন্দ লিখে রাখি
সুতো হাতে কুঁড়ি গাঁথা
ফুল রেনু সূচি শিল্প
অথবা জীবন।






শতরঞ্চ
আচ্ছা , ঘুম কেনা যায় ?
কিংবা দু মুঠো সাদা হাসি ?
সব পোস্টারেরই গায়ে
শুধু মাত্র ভাল বাসাবাসি ।
 আসলে যে দাবা বোড়ে খেলে
আড়াই পা ঘোড়ার চাল
নিঃশব্দ পাওয়ার গেম চলে ।
কে কতটা চাপ দেবে ।
কার থেকে আদায় কতটা ।
অর্থ না সামর্থ্য দেবে
না কি পাতি নিরীহ বশ্যতা ?
পার্টিতে সাজানো ডল ।
শো কেসে বিলিতি ফুলদানি ।
তুমি যদি বুঝে ফেলো
ভুলেও বোলো না , আমি জানি ।
বুদ্ধিহীন হাসি মুখ ।
ক্লিভেজে হীরের চিকচিক ।
খনাকে থামিয়ে দাও
পড়িয়ে ফরাসি লিপস্টিক ।
সেক্সি তুমি লিব-নারী
শিখেছ আল্লাদে মদ খেতে ।
খেলা শেষে হাসি মুখে
পারবে তো ফিরে চলে যেতে ?
 ফেস বুকে , টুইটারে
আধুনিক মহিলা মহল
রাতের আঁধারে চুপ
মতামত সব বেদখল।