শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

প্রণব বসুরায়



প্রণব বসুরায়
জুতে দিও
ঘুম পায়, চলে যাই আজ
চলে যাব, হয়ত গর্ভ ঘরের গরম স্রোতে
নেই আলো, আছ শুধু সক্রিয় চলাচল
ভাষা নেই, চাতুরীও। ছোট ছোট তারা ফুল
বিছানায় নক্সা করার দায়িত্ব নিয়েছে...
*
যদি ফিরি, দেখা হবে কাল।
কথা সাজানোর খেলায়
জুতে দিও তখন আবার...




নিষ্ঠুর
আমাদের মন ভালো নেই বলে
পিত্ত রঙের বৃষ্টি হলো আজ, তখন দুপুর...
পূর্বরাগ ছিলো না কিছুই, তবু এলো
এসে বিশ্রী ভিজিয়ে, তবে গেলো।
মাথার সমস্ত শিরা উপশিরায়
ঢেলে দিয়েছিলো গরম বিষ
তাই আজ অন্নে রুচি নেই
নিষ্পাপ হাসিকেও কুৎসিত লাগে
*
চারদিন নির্ঘুম থেকেছি একটানা
শরীর বেয়ে সরীসৃপের নোংরা চলাচল--
ঘেন্না করে, দহন দেয়...
*
এতই নিষ্ঠুর
এখন দেখি সহনও দিয়েছে




কুটুম
সব কিছু এলোমেলো, কত কিছু
থাক, পড়ে থাক--
আজ এক আশ্চর্য দিন
আজ দ্যাখো এসেছে কুটুম।
তাদের আপ্যায়ণে গোমুখ থেকে
নিয়ে আসি তৃষ্ণার মেটানোর জল
বসার জন্যে পেতে দিই কোমল আসন
আসন জোড়ায় আঁকা আছে
সুখ-দুঃখ, আঁধার আলোর আঁতের ছবি...
কত কিছু রান্না হয়, পাড়াময় খুশবু ছড়ায়
এবাড়িতে কুটুম এসেছে আজ বলে
*
পত্রকার জানে নি কিছুই, তাই বুম হাতে
কেউই আসে নি, ক্যামেরাও নয়
*
আমি নিজে জানিয়ে গেলাম
আজ শুধু কুটুমের দিন...




সহযাত্রী
জানি না বলেই অন্ধকার ফুঁড়ে
        টর্চ জ্বেলে দিইঅচেনা সভ্যতায়,
আমাদের দরজাগুলি খটখট করে
       পর্দা সরিয়ে আলো ঢুকতে পারে না--
*
মানুষের পৌরাণিক সভ্যতায় এইভাবে বারবার
ক্ষয়ের আঁচড় লেগে যায়,
       মোমের মেরামতি সেখানে চলে না
*
আঁতাত সম্ভব নয় বলে
    টর্চহাতে ফিরে যায় বিষণ্ণ বধূটি
আমিও তাহার সহযাত্রী হই...




ডামি
সম্প্রতি অচল অজুহাত আকাশে ঝুলিয়ে
কেউ কেউ চলে যায় অন্য অববাহিকায়...
সব সঙ্কল্প ড্রাই ওয়াশে দিয়ে
খেলাচ্ছলে কুটুম সামলায়, সফল পটুতায়
*
ইদানীং কোন সঙ্কল্পই মৌলিক হয় না
শংকর ধাতুতে অনুপাত জাস্ট ভ্যারিয়েবল
এই তত্ব জেনে নিয়ে, মেনে নিয়ে
-- এসো হে তামাক সেবনে
*
প্রত্যেক মানুষের সাতটি করে ডামি
রয়েছে পৃথিবীতে--

---- ওরা আসলে প্রত্যেকেই প্রত্যেকের ডামি!