বিশ্বজিৎ দাস
ক্লীনচিট ও বেদনাসম্ভার
১
মধ্যবয়সী হাওয়ার গুঞ্জন কমে গেলে
রেখে এসো কালোপর্দা
শনির আহত চোখে ভিজে গেছে কর্পোরেট ডিল!
সেই ফাঁকে কুড়ানির বস্তা থেকে বেরিয়ে আসে
যত ভাব,
বলো তো নবদ্বীপ হয়ে উঠি!
২
মন্ত্র ও মন্ত্রীর লাগাম টানে
দীর্ঘ কুমারীরেখা
জলজ প্রস্তাব ঘুরে ফিরে এলে
আসন্ন পত্নী-সম্ভবা
যৌথ বিকেল নামে ব্লিচিং স্পর্শে!
৩
পেয়েছ তো! সুড়ঙ্গে যাও ধীরে
পোকা লাগা ডাসা পেয়ারা
দিন গুনে গুনে লাস্য ভোজনালয়ে
দ্বার বন্ধ করে!
এখন, কাকের মুখে রাখো নির্লোভ শামিয়ানা...
৪
সাক্ষী বলতে গোপাল! খাঁচাস্টোর(বুক)
ক্যানভাস প্রকৃষ্ট খুলে গেলে
তুমি উপভোগ্য রুপালি মেদ নিয়ে
রেস্তেরায় দানা বাঁধো
হায় লখীন্দর! তুমি না হয় কিছু বেলুন ওড়াও
৫
কাঁধে হাত রাখলেই রাজনীতি নয়
গাছের প্রবীণ ছালে রয়ে যায়
পুরনো
পোস্টমাস্টার
সূচালো পেনসিল আলোকিত করে
নীরব ল্যাম্পের দূরত্বে রাখি
বেদনাসম্ভার...