কাজী এনামুল হক
নোঙ্গর ফেলো অবসরে
ভাঙ্গা বুক চুঁইয়ে পড়া
সবটুকু ভালোবাসা আঁচলে তুলে দিলাম,
ভাগ দিতে হবে না
কাউকে কোন কর ও দিতে হবে না।
হৃদয়ের কামরা খালি
মাকড়সা জাল বেঁধেছে, আরশুলা ডিম
টিকটিকির ছুটাছুটি
ও তোমাকেই সামলাতে হবে দিনে-রাতে।
বড় হাফিয়ে উঠলে
একবার এই বুকে নোঙ্গর ফেলো অবসরে,
যত্ন করে রাখবো ধরে
না পাওয়া শূন্যতা পূরণে নিশ্চয়তা দিলাম।
প্রাণের প্রেরণা সবটুকুই তুলে রাখলাম তোমার
জন্য,
প্রতিটি লেখা যেন প্রাণের স্পন্দন মাখানো
মাধুরীময়।
=========
========
বাধন ছিড়লে যদি
যারে দাও নি অমৃতসুধা
সে নদীর জলের ঠিকানা,
বারে বারে আজ কেন
তার তরে বৃথা অনুশোচনা।।
সে এসেছিল বার বার
ডেকে ডেকে ঘুম ভাঙ্গাবার,
জেগে জেগে ঘুমের ভাণে
তুমি করেছ শুধু প্রতারণা।।
কেন ডাকো তারে পিছু
যেতে দাও যেথা খুশী,
তোমার দৃষ্টির সীমানা ছাড়িয়ে
যেথা নেই কোন ছলনা।।
বাধন ছিড়লে যদি নিজে
মিছে কেন আর বাধা!
সুখের খোজে গেলে যদি
ওই নিয়ে থাকো সুনয়না।।
========
======
সকল যদি না হয় বলা
বাতাস হয়েই এলে যদি
একটু না হয় গায়ে মাখি,
যাক না উড়ে আঁচলখানি
কাঁচল না হয় শিথিল দেখি।।
উঠুক হেসে গোলাপ কলি
পরাণ খুলে কথা বলি,
বসলে না হয় পাশাপাশি
নয়নে মোর নয়ন রাখি।।
হৃদয় যদি ওঠে দুলে
ভরুক না হয় ফুলে ফুলে,
ফুটুক কলি পাপড়ি মেলে
দেখব দু’জন খুলে আঁখি।।
স্বপ্নগুলো বুকে বেধে
এগিয়ে যাবো সমুখ পথে,
সকল যদি না হয় বলা
থাক না কিছু ইচ্ছে বাকি।।
========
======
কানে কানে কোন কথাটি
তোমার পানে চাইলে যদি
লাজুক লতা কুকড়ে যাও,
তাইতো চোখ ফিরিয়ে রাখি
সত্যি যদি শরম পাও।।
বকুল তলায় বসলে যদি
আকুল করো প্রাণ সৌরভে,
ভয়ে ভয়ে তাইতো দেখি
তুমিই দূরে সরে যাও।।
নিশিথ রাতে কদম তলে
কৃষ্ণ যদি বাঁজায় বাঁশি,
দিবে কি মন ভালবেসে
মাঝ নদীতে ডুবলে নাও।।
রাত দুপুরে ভিজলে বসন
সখীরা সব কেমনে চায়,
কানে কানে কোন কথাটি
তখন তুমি তাদের শুনাও।।
========
======
আমায় না হয় ভুলো পাখী
যদি ভুল হয়ে যায় ক্ষমা করো,
ভুলোমনা পথিকের ভুল না ধরো।।
জীবনখানি ছোট্ট অতি ভুলভ্রান্তি
সেরে চলো ঘুচবে সকল ক্লান্তি।।
জনে জনে হাজার জনে জানায় শুভেচ্ছা
একটু না হয় গোপন থাকুক মনের ইচ্ছা।।
সকল কথা বলতে হয় না সবার সামনে
না বলা সে কথাটি গো বুঝো গোপনে।।
আমায় না হয় ভুলো পাখী উড়াল দিও
অন্য ডালে বসে বসে প্রানের গান গাইও।।
যদি ভুলে তোমায় ডাকি কভু শুনো না,
যত কথা হয় নি বলা আরতো বলব না।।
মনের কথা মনে রেখে চলে যাবো দূরে,
হয়তো একদিন শুনবে তুমি কোকিলের সুরে।।
আসবে না ঘুম চোখের পাতায় কাঁদবে জানি
রাত দুপুরে ভিজবে বসন ওগো অভিমানি।।
===========
==============