মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

অনুপম দাশ শর্মা




অবস্থান....
অনুপম দাশ শর্মা

ফুলে ওঠা নদীর কাছে ছোট মৎসের
খবর জানতে চেয়ো না।

ছদ্মমায়ার অলঙ্কারে যে সব বিত্তধর
সভ্যতার প্রাচীন স্তুপকে অস্বীকার করে
তাদের কাছে ঈশ্বর নত মুখে দাঁড়িয়ে
সে নদীর দু'পার জুড়ে এখন প্রতুল
শৌর্যের লাভা পতন।

এসো না কাছে, ভুলে যেও স্বাধীকার
বরং পটু হও, স্বীকৃতি পাক আরো
অবস্থান। নির্বিকার।
---------------------------------------------









স্বৈর....
অনুপম দাশ শর্মা

তুলে ধরছ যা মুঠোয়, নাম দিলে 'অধিকার'
যে মুহূর্তে প্রয়োগ করেছ
স্বৈর অহংকার

জানো না, তুমি জানো না,
নিজের ছায়ার কাছে নেই, কারোর নেই
নিস্তার।

নিও না তুলে ছলেবলে
বরং তুলে ধরো দরিদ্রের সম্ভার
ধনী করো আত্মাকে.
রুখতে পারবে ভাঙ্গনের দুই পার।
------------------------------------------------------








প্রশ্ন....
অনুপম দাশ শর্মা

মনে গ্রহণ লেগেছে, তাও চারপাশে হারাবার সন্ত্রাস
ছড়িয়ে পড়ে যখন রাতের মারুবেহাগ
কি করে সমূদ্র একপাশে রেখে
পুরোনো সংলাপের ব‍্যাখ‍্যা চাস!

নিজেকে ভেঙেছি যখন প্রদোষের কান্নায়
শব্দেরা বলেছে কেয়াবাত

রাতের নগ্ন পিঠে কেটেছি আদর দাগ
তখন তো আনিসনি বহুমত!

----------------------------------------------------







দেখিস রে.....
অনুপম দাশ শর্মা

দেখিস ঠিক একদিন টেনে ধরব হাত
কিভাবে এড়াবি দ্বন্দ্বের সংঘাত
তুই ভাব

আড়াল করবি যত সংকেত ধ্বনি
বেছে নেব কাঁধ
ওখানে ঝরতে জানি

কাঁপবে ঠোঁট, ভিজবে চোখ
ছড়াক যত কানাকানি

দেখিস ঠিক একদিন টেনে ধরব হাত
সাক্ষী থাকবে বর্ষার কোন রাত
কিভাবে ভাসবি?

-----------------------------------------------------






বয়স...
অনুপম দাশ শর্মা

কী বাড়ছে বয়স? আরে ছাড়ো তো...
আজ বর্তমান, হঠাৎ দেখলে
কখন যেন হয়ে গেছ প্রাক্তন
মাঝের ঝিরঝিরে বছরগুলো
বুদবুদে উধাও।
অক্ষরকে শুধাও, পাশে থাকবে কি?
সম্মতি পেলে অনুপ্রাসে ভাসো
এবং...
ত্বকের ছেঁড়া পালে ডায়েরীর পাতা উড়িয়ে

মুচকি নয়, অট্টহাস্যে হাসো।