মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

কাজী এনামুল হক




স্মৃতিময় একটি রাত
------- কাজী এনামুল হক
কুঠিবাড়ী থেকে হাত ধরে সোজা
একেবারে চিলেকোঠার কোনঘেঁষে আবছা আলো আঁধারে মুখোমুখী
তখন বৃষ্টি ছিল মুষলধারে; বৃষ্টি ছিল বুকের মধ্যে ঝুপঝাপ শব্দে
মনকবুতর ভিজে জুবুথুবু! হাল্কা কাঁপছিল লাল জবাপাপড়ি ঠোঁট

কিছু বলতে গিয়েও চোখ বুজলে,
স্পষ্ট সংকেত মন কি চায়; শরীর সেতো উন্মুখ ভিজতে ভিজাতে!
রহস্যগহ্বরে সাঁতার কাটে সুখসন্ধানী পৌরুষপ্লাবন যোনিজলস্রোতে
ঠোঁট কামড়ে মনের ক্ষুধায় প্রসাদস্বাদ আহা! বৃষ্টিভেজা গোলাপ

কতকাল এমন হাতের মুঠোয়
হয়নি পাওয়া স্বপ্নকুড়ি কদমকোমলতা; আলিঙ্গনে লোম শিউরে ওঠা শৃঙ্গার
শিহরণ, কেঁপে কেঁপে তৃপ্তির বহি:প্রকাশে নিমিলিতচোখ, দেহজুড়ে অবসাদ
আঁচড়ে কামড়ে দিলে বুক-পিঠ; দাঁত বসিয়ে গোলাপীদাগ কাঁধে-চিবুকে

স্মৃতিময় একটি রাত এই জীবনে; বুকের ভাঁজে ন্যাপথলিনে দুধশাড়ী তৃপ্তমন
কথায় কথায় রাত কেটে যায় মশার কামড় তুচ্ছ করে চিলেকোঠায় দুইজন
==========  =============
১৩ এপ্রিল ২০১৬, বুধবার, বিকাল: ০৩:২১ মিনিট, (+)





ভালবাসা দিয়ে যাবো অকাতরে
---------- কাজী এনামুল হক
অঙ্কের ছাত্রী হিসাবে ভুল করলে
কার কি বলার থাকতে পারে,
জানি না, সে জানতে চাওয়াতে
নীরা কি উপকার হবে?

চৈত্রের পোড়া বুকে বৃষ্টি হবে
মেঘ ডাকবে; শুকনো পুকুর
জলে থৈ থৈ করবে; একটা খুব
শীতলতায়্ এই অন্তর তৃপ্ত হবে

সে কি সইবে চড়পড়া নদীর বুকে
উথাল পাথাল ঢেউ অবিরাম!
শীত, গ্রীষ্ম, বর্ষা ছয় ঋতুর এই
অনুভুতিলুপ্ত মানুষটার মনসরবরে

ছুঁতে হয়তো পারব না কোনদিন হাত,
ভালবাসা দিয়ে যাবো অকাতরে অবিরাম
======== ==========
১৪ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার, সকাল: ০৮:৩৬ মিনিট, (+)





নীল খাম
----------- কাজী এনামুল হক
রাত গভীর নীরব পৃথিবী, একজোড়া চোখ শুধু বিছিয়ে দিয়েছে দৃষ্টি
দূরে কোথাও! প্রিয় কেউ আসবে হয়তো, বাঁজছে রেলের ভেঁপু ষ্টেশনে-
বিজলী নেই, হ্যারিকেন জ্বালিয়ে দুয়ারে দাঁড়ানো আঁচল তুলে মাথায়
কার জন্য জেগে থাকা এই নিশুতি রাত! বুক ধড়ফড়; ঠোঁট কাঁপে

দক্ষিন বাড়ীর কুকুরটা বড় বেশী ঘেউ ঘেউ করে, জামডালে পেঁচাটা
কেমন ডেকে ওঠে, বৈশাখী হাওয়া বড় বেহায়া সব এলোমেলো করে
দেয় বাতাবীনেবুর সবুজ পাতার ফাঁকে একঝাক জোনাকী আলো
জ্বেলে উল্লাসে মাতে আকাশ মেঘলা চাঁদটা ঢাকা পড়ে গেছ জীমুদে

ঘুম হবে না, আজও এলো না, হয়তো আর আসবে না কোনদিন সে,
মনের ভুল ভাঙ্গে না তাই রেলের আওয়াজ কানে এলে মন ছুটে যায়
দূর-দূরান্তে বাসি বকুল মালায় শুকায়, মন শুকায় নৈরাশ্যে ক্রমাগত
বেণী খুলে বালিশে বিছিয়ে দেয় মাথাটা ভীষন ব্যথা করে ওঠে হঠাৎ

পরদিন পিয়ন নিয়ে এলো নীল খাম, চিরবিদায়ের দু:সংবাদ! দেহত্যাগ
করে চলে গেছে সে আসবে না আর কোনদিন আঁচল টেনে চুমু দিতে
============= ===================
১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার, রাত: ১১:৪৬ মিনিট, (+)





দূয়ার খুলে দাও
--------কাজী এনামুল হক
দূর থেকে যারে দেখে মনে হয় আপনার চেয়ে আপন,
তার কাছে কেন হৃদয়ের কথা কৌশলে কর গোপন!
মনের দূয়ার খুলে দাও সজনী রেখনা আড়াল আজ,
জানতে, জানাতে অন্তরের কথা করনা কোন লাজ

মিথ্যে দিয়ে শুরু হয় যার শেষ তার হয় বড় সকরুন
হাতের নাগালেই সব থাকে তবু পায় না কিছুই জীবন
অন্যকে তুমি ঠকাতে গেলে নিজেই ঠগবে সবার আগে,
চোখের জলে ভাসাবে বুক মুছাবে না কেউ অনুরাগে

যে কথা লুকাবে মনের গহনে তিলে তিলে পুড়াবে ঠিক,
সইতে না পারার নিদারুন ব্যথাতে হারাবে সকল দিক
প্রতিদিন শুধু ভয়ে ভয়ে রবে যদি কেহ সত্যি জেনে যায়,
কি হবে তখন! সম্মান বাঁচাতে থাকবে না আর উপায়

হৃদয় নহরে যে মধু প্রবাহে তৃষ্ণায় তারে দাও অকাতরে,
যেজন বড় অসহায় পথিক ছায়ার খোজে তোমার দুয়ারে
============== ===========
১৭ এপ্রিল ২০১৬, রবিবার, রাত: ১১:১৯ মিনিট, (+)






ধুর ছাঁই জাতপাত!
---------- কাজী এনামুল হক
মুসলমানের ঘরে জন্ম আমার সত্যি কিন্তু জানি না কতটুকু মুসলমান আমরা,
সমাজের রক্তচক্ষুর আড়ালে থাকতে মনের বিরুদ্ধে অনেক কাজ করি নীরবে;
মুখে রা নেই, মেজাজে প্রতিরোধ স্পৃহা নেই, সত্য-মিথ্যা জানার মানসিকতা
লুপ্তপ্রান, জ্বী, হ্যাঁ, আজ্ঞে, সাধু,- জাতীয় আজ্ঞবহ দাসের মতোই জীবন যাপন

কুঁড়িতে ঝরেছে ফুটেনি বসন্তেনিগার’; রোদজলের স্পর্শ বুঝেনি কোনদিন সে
যদিও বহুবার দেখা পায়ে হেঁটে কাদাজল পাজামায় মেখে বীণাপাণি দুয়ারে
রোজীবলত, ‘লিখে যাও একদিন অনেক সুনাম হবে;’ শেষ কথা মনে নেই
সম্ভবত গাবতলী বাসষ্টান্ডে একই বাসের যাত্রী সেদিন; মায়ের সাথে ছিলাম

সম্পর্কের টানাটানি, সুতো ছেড়া ঘুড়ি জাত-বিজাত ভিতরে ভিতরে লালিত
স্বপ্নের চাষ ধর্ম-কর্ম-বনিজ্য-স্বার্থ এর উর্দ্ধে কি কেউ আছে জগতে! না, না,
মানি না জোড়াতালি যুক্তিআর কোনদিন বিশ্বাস করতে পারবো না, সত্যকে
যাচাই করতে না পারলেও মিথ্যেকে প্রণাম করা সম্ভব না ধুর ছাঁই জাতপাত!

সত্যি বলছি আপন বলতে কিছু নাই জগতে সবই ক্ষণিকের মায়ামন্ত্র, নাট্যমঞ্চে
যথাসাধ্য অভিনয়! বুকে ছাপ ফেলে যায় কড়ামেকআপে ঢাকা নকল মুখগুলো
=============== =============

১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, সকাল: ০৯:৫০ মিনিট, (+)