মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

বিপ্লব গঙ্গোপাধ্যায়




কুয়াশা কেবিন পেরিয়ে
বিপ্লব গঙ্গোপাধ্যায়
ধুলো ও রঙিন হয়
কৈশোর ...
কুয়াশা কেবিন পেরিয়ে রাঙামাটি এই দেশ
পলাশের নেশা
হেসে ওঠে ড্রেসিং টেবিল ।
বাতাসে আবির ওড়ে চারপাশ বর্ণময় কিংশুক কিংশুক 
  প্রস্তাবিত আইসক্রিম ঠোঁট, ডিও গন্ধ
দাগ
ঝিকিমিকি ফ্লুরোসেন্ট 
                       কাহিনীর ঝাঁপ খুলে শিহরিত সুখ
হাবিজাবি কি যে লেখা ছাই
তোর স্কুল ব্যাগ কবেই তো ছিঁড়ে গেছে
                              লাল আবিরের দাগ
                                           - রাই ?





দহনকাল
বিপ্লব গঙ্গোপাধ্যায়
তপ্ত দুহাত রৌদ্রে মেলেছি ডানা
কেন পুড়ে যায় চিরস্বপ্নের মাটি
পাখি হয়ে দূরে উড়ছে  সোনালি ঘুড়ি
পোড়াদেশ ছিঁড়ে নৌকা বানাবো আজ

রোদের মধ্যে লজ্জা লুকোই রাঙা
সংক্রমণের আবহচিহ্ন বুকে
প্রতিদিন নদী শুকিয়েছে উৎসেই
তবু জল ঝরে সংবেদী স্নায়ূকোষে

তো জল নয় আগুন আগুন খেলা
সেই আগনের পায়ে পায়ে হেঁটে ভোর
স্বপ্নের নীলে মিশে যায় নদীপথ
থামবেনা কিছু যা হবার হবে -হোক






দারিদ্রের বিজ্ঞাপন
বিপ্লব গঙ্গোপাধ্যায়
প্লাষ্টার উঠে যাওয়া ঘরের দেয়াল
তোবড়ানো হলুদ দাঁত, ছেঁড়া জামা, পান্তাভাত
পুরানো সাইকেল
এসব এখন আর দারিদ্রের বিজ্ঞাপন নয়
গরীবি পকেটে রেখে  হেসে ওঠে আলো
ব্রান্ডেড জিনসের প্যান্ট,ঝিনচ্যাক মোবাইল
সেকেন্ডহ্যান্ড হিরোহোন্ডা সস্তার বাইক
পাশের প্রেমিকা যেন বলিউডি  রানী

কেবল নিলয় জানে
ভাড়াটে জীবন নিয়ে কতটুকু গ্লানি






মাধবকাহিনী
বিপ্লব গঙ্গোপাধ্যায়
নদী শুধু বয়ে চলে
তার বেশী সে কিছু জানেনা
অমোঘ হর্ন বাজে ,সেকেন্ডহ্যান্ড গাড়ি
দুলে উঠে দুএকটা কদম্বের পাতা,
অনাবিল বাঁকে আজ থমকে আছে বিবর্ণ দুপুর
তবুও আসেনি রাই
এই স্নানঘাট যেন জন্মজন্ম ফাঁকা।

অনুষঙ্গে ঢেউ তোলে নদী ,
হোঁচট সামলে ফের হর্ন বাজে,
রিংটোন…..
টিনএজার অভিসার অপেক্ষাযাপন
রিভার্সগিয়ারে ফেরে
সেকেন্ডহ্যান্ড গাড়ি






 দৈত্যের বাগান
বিপ্লব গঙ্গোপাধ্যায়
মর্নিং স্কুল
ভোরে উঠে হোমওয়ার্ক সেরে নিচ্ছে
বিনম্র কিশোরী

একব্যাগ স্বপ্ন নিয়ে চোখ ঢুলছে
দৌড়তে   দৌড়তে 
                          দৈত্যের বাগান

ল্যাং মারতে না জানলে প্রবেশ নিষেধ