উদাসীনতার
এপিটাফ
পিয়ালী
বসু
-----------------------
এখন শুধু শৌখিন শব্দ'কণা
মারিজুয়ানার বিষাদ বয়ে আনা
:
এখন শুধু মলাটহীন শরীর
বর্ণমালার প্রগাঢ় চুম্বন
:
এখন শুধু নতজানু ব্যথা
এখন শুধু নিভন্ত বাতিঘর
:
এখন শুধু বিভ্রম বৃষ্টি কথন
আর্শি-আঁখিতে 'ব্রথেল' শহর
দৃশ্যজন্ম
পিয়ালী
বসু
---------
ক্রমশ সরে যাচ্ছি
কৌশলে ছেঁকে আনছি ব্যথার
তীব্রতা
জেনে গেছি
অনিমিখ সুখ শেষে ফিরে যেতে হয়
জ্যোৎস্নার নিজস্ব ভুবনে
যা হবার ছিল
তা হয়ে গেছে বহুকাল আগে
এখন মেপে নিই
অপরিমিত আগুনের খুঁটিনাটি...
স্মৃতির বৈকল্যে এখন শুধুই
মেঘ
সম্ভোগ বাসনার তীব্র উত্তাপ
এখন মাঘের শীতে পোয়াতি
উদাসীন লাবণ্যে, শোকের
ছায়াকে ভালবেসে
এখন শুধু 'ঈশ্বর ' হয়ে ওঠার
অপেক্ষা
কিছু ছবি
/কিছু কথা
পিয়ালী
বসু
--------------------
মারণকূপে আজ ঘোর অন্ধকার
জমে থাকা কিছু কথা
অব্যক্ত থেকে যায়
:
নিভৃত একান্তে ধরা দেবার
অজুহাতে
ঋতুমতী মেয়েটিও 'সহ্য' ভিক্ষা' চায়
:
ঘেরাটোপে ধর্ষণ বাড়ে
প্রতি রাতে , প্রতি পলে
:
দীর্ঘদিনের অ-প্রেম,
দুঃখ ভেজা মুক্তি চায়
:
অনেক দূর শেষে ছায়ার কুহক
পিছু ডাকে -- বারে বার
:
নষ্ট দেহে মুক্তি মেলে না
কন্যা ভ্রূণের অভিসম্পাতে
মৃত্যুও আজ মুখচোরা
:
ক্লিওপেট্রা
জীবনের জলছবি শেষে
আজ চল -- ইতিহাস লিখি
প্রতিরক্ষা
এবং জেহাদী বিষয়ক
পিয়ালী
বসু
------------------------------
আলাপচারিতা এখন
পায়ের পাতা থেকে যোনি তে
স্থিত
:
বাজারী অউরতের জীবন চর্যায়
নষ্ট ভালবাসাই এখন উথাল পাতাল
:
বৃষ্টি বেভুল রুখা আসমানে
আদর মাখা অনুভুতিগুলি গায়ে
জড়িয়ে
প্রতি রাতে 'বেশ্যা' ও 'সতী' হয়
:
অভিমানের মিঠে নরম আলো
ধর্ম-পেশা-রুচি
এসব ক্লিশে প্রাত্যহিকতা
ছাড়িয়ে
অন্য এক ঝড়ের গল্প বলে
:
বৃষ্টি, স্বেদ, কান্না
আর বীর্যের অনুপাত মেপে
প্রতি রাতে পুরুষও 'সোহাগী ' হয়
সিন্ড্রেলা
-- আ ফেডেড ড্রিম
পিয়ালী
বসু
--------
আত্মভুক ধ্রুব অনুপ্রাস
অনাবশ্যক অন্তর্দ্বন্দ্ব
আর নিঃশব্দ শব্দশোক নিয়ে
অলিভ রিডল সল্ভ হয় না
:
সিন্ড্রেলার স্বপ্নটুকু রোদ ও
রাত্রির ফাঁকে
'ব্যক্তিগত' আখ্যা পায়