বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

ঈশানী রায়চৌধুরী



ঈশানী রায়চৌধুরী

*
সন্ধেবেলায় জানলাগুলো খোলাই ছিল

ঝড়ের দাপট তোমার কথা ভুলিয়ে দিয়ে

মোমের আলোয় অদ্ভুতুড়ে অলীক ছায়া

মনখারাপের বৃষ্টিদানা দেয় ছড়িয়ে 



এক ঝটকায় জানলাগুলো বন্ধ করি

দুষ্টু দামাল বজ্রপাতে নকশা আঁকে

আকাশ -রুমাল , চাঁদের চোখে সুর্মা কালো

তোমার গল্প ...পৃষ্ঠা ওড়ে ... পড়েই থাকে 








**
চোখ বুজলেই মোমের আলোয় তোমার মুখ
বিষণ্ণতায় আবছা ধুলোর ক্যানভাসে
যেমন তেমন ইচ্ছে -ঘুড়ির হ্যাঁচকা টান
পলকা লাটাই মন-কেমনের মেঘ ভাসে
দমচাপা এক ছটফটানির যন্ত্রণায়
পুড়ছ কি খুব ? বড্ড কষ্ট বুঝবে কে
আমিও তো সেই একই রকম ছন্ন সুখ
ছিন্নমূলেও দিব্যি জীবন বইছি যে







***
আমি যখন আকন্ঠ ডুব নাম-না-জানা বিষে
তোমার চুলে এলাচগন্ধী জ্যোৎস্না ছিল মিশে







****

তোমার না - বলা কথা ..জমে থাকা মেঘের মতন

তোমার না- লেখা  গান হৃদয়ে  পাথর হয়ে থাকে

তোমার না- আঁকা ছবি বুকে নিয়ে  সাদা  ক্যানভাস

আ-ভেজা রঙের তুলি..কান্না যে জল হয়ে ডাকে 



রুখুশুখু ঠোঁটদুটি ছুঁয়ে থাকে বিবর্ণ সকাল

অচেনা আঙুল ঘোরে আধখোলা চিঠির অক্ষরে

তোমার ও চেনা মুখ ভেঙেচুরে একশ ' হাজার

রোজ ডাকি, রোজ বল ..'' আজ থাক , লক্ষীটি ..পরে !"    







***** 

জোনাকিরা ডানা মুড়ে আছে , ভুলে গেছে কী কী কথা আর ...

ঝিম ঝিম মলিন আঁধারে কথা ছিল পথ চেনাবার



মাঠ ঘাট নদী ও ঝিলেরা কালচে সবুজ কাচঘর

রাত বাড়লেই কানামাছি ভয়ের কান্না তারপর ....



অথচ খুব কী ছিল ক্ষতি ?

যদি  তুমি হাতটি বাড়াতে ....



অন্ধকারে....




একক তপতী !