বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

রত্নদীপা দে ঘোষ




রত্নদীপা দে ঘোষ
বৃষ্টি থেকে বৃষ্টিরা

বৃষ্টি ১
আমার দিকে
পাশ ফিরে শোও বৃষ্টি


টিপ ভেবে
তোমাকে একটু পরি





বৃষ্টি ২
ঘুড়ি ভাঙছে না
গলছেও না

শুধু আকাশের ফাঁক
বাতাসের বাঁক
টানটান
দুই পংক্তি সুতো

গুঁড়িগুঁড়ি পথ
খালি রাস্তা
সুতোয় বসে উড়ি

ঘুড়ি খুলে দেখি

বুকে বসে গেছে বৃষ্টি




বৃষ্টি ৩
অনার্সপড়া মেয়ে
হেসে ওঠা ক্রপ টপ
ভেসে ওঠা হাইহিল


সুতানুটি থেকে কনভয় শুরু

শেষ রাতে টাঙ্গাইল




বৃষ্টি ৪
একবার তুমি এসো বৃষ্টি

শুধু একবার

মুখরোচক কোন নদীতে
কিছু ঘটুক একসাথে
তোমার সাথে আমার
অথবা
আমার সঙ্গে তোমার

রমজানের মাস

শাসনের কথা থাক

এসো একবার
সেরে নেওয়া যাক ডজন
গানের ইফতারি





বৃষ্টি ৫
কথা ছিল


সেতুর ওপর বসে বৃষ্টি শুনবো

কথা নেই

তিন মাইল
হারিয়ে আছি

এখন

উপন্যাসের শেষ পর্ব

শুরু আরও একটি বিভাগ

কী ভাবে বৃষ্টিহীন
বেঁচে থাকে রেগামা

ধানিসার উন্মাদ





বৃষ্টি ৬
তারপর

ছিপছিপে শ্রাবণ
সালোয়ার
নীল কুর্তি
চোখ চশমা

ফুর্তির বিদ্যুৎ

এই নাও
প্রুফ দ্যাখো
মেঘ আর বৃষ্টির

চিরকুট




বৃষ্টি ৭
এই যে বৃষ্টি
তারও নিজস্ব একটা পাখি

পাখি না ডাকলে
বৃষ্টি ওঠেই না
পড়তেই থাকে
সন্ধ্যে থেকে রাত

বৃষ্টির সাথে পাখি
রক্তের কোনো সম্পর্ক নেই
কোন পালকও নেই
না প্রলয়ের না প্রণয়ের

শুধু একটু উড়ে-যাওয়া

আশাও আছে




বৃষ্টি ৮
উঠোনের পাশেই
চুপচাপ বৃষ্টিফুল

কথাময়

তলে তলে
টলটলে নরম গন্ধ
নাও
হাসির উচ্চগ্রাম

বেজে ওঠো

দেখবে
একবার বৃষ্টি ধরার পর

নিজেকেও
ফুল বলে মনে হবে

তোমার




বৃষ্টি ৯
মাঝরাতের বৃষ্টিতে
কেমন আটকে গেছি
দ্যাখো

হরতন থেকে রুইতন
তাসপ্রাসাদের আঠা

আটকে আছি জোরালো

পৃথিবী শ্রেষ্ঠ একা




বৃষ্টি ১০
যে কখানা আশ্চর্য বৃষ্টি এঁকেছি
দিয়ে দিলুম সব
তোমাকে তোমাকে তোমাকে

যে সমুদ্র
আমার নামে নাম
তার দর দাম
ঘাম শব্দবন্ধ
উদার দার্শনিকতা
দিয়ে দিলুম তাও
একে তাকে ওকে

ধন্যবাদ আশা করিনি
এমনকি বৃষ্টির কাছ থেকে



বৃষ্টি ১১
বৃষ্টির একটা স্বতন্ত্র ইতিহাস আছে

গ্রীস রোম ব্যাবিলন
প্রাচীন সভ্যতা থেকে শুরু কোরে
হাল ফ্যাশনের ভাইরাল
স্পাইরাল অবধি
সেই একই টেক্সচার

জ্ঞান দিচ্ছি মনে হচ্ছে ?

তাহলে চলো ক্রসফায়ার

ঘুমিয়ে থাক বৃষ্টির ভূগোল




বৃষ্টি ১২
বৃষ্টির ক্ষতস্থান ঢেকে দেবো বৃষ্টিতে
মাটির ক্ষতস্থান ঢেকে দেবো বৃষ্টিতে
আকাশের ক্ষতস্থান ঢেকে দেবো বৃষ্টিতে

আমাদের ক্ষতস্থান ঢেকে দেবে বৃষ্টি
আমাদের বীজস্থান ঢেকে দেবে বৃষ্টি

আমাদের ধর্মস্থান মুছে দেবে বৃষ্টি

বিশ্বাস রেখো

বৃষ্টি কখনো কথার খেলাপ করে না




বৃষ্টি ১৩
কেন যে তুমি ডাকো
আর বৃষ্টি খুলে দাও

আমি দেখি
রূপকথা কাচের
ওপারে বিদেশ
ব্লু বেরিচাদর
আঁকা বিরহ
বিষণ্ণতা

কেন যে ডাকো বৃষ্টি খুলে

দেখি
তাজা হরমোনের স্বদেশ

পতাকার সবুজ
পাখির কমলা




বৃষ্টি ১৪
বৃষ্টি
একজন সাম্যবাদী কবি
সমগ্র বর্ষাকাল
তিনি পড়বেন
কম্যুনিস্ট ম্যানিফেস্তো

কোন ধনবাদী মেঘতন্ত্র
তাকে নিষিদ্ধ ঘোষণা
করতে পারবে না




বৃষ্টি ১৫
বৃষ্টির বুকে হাত দিয়ে দেখি


বোঁটাটি ভিজে
দুধের ধারা
আঙুল ছুঁয়ে
শস্যক্ষেত্রের বাঁট

বেরিয়ে আসি বাইরে
হাতজোড়

বলি

তুমি পৃথিবীর

প্রথম কথা দ্বিতীয় তান

একমাত্র মা




বৃষ্টি ১৬
বৃষ্টিই সকল কবিতার উৎস
নবীন কবিরা জানছেন এখন

প্রাচীন জেনেছেন আগেই
যৌনতাই বৃষ্টির উপশম

আর বৃষ্টি জেনেছে

সকল যৌনকবিতাই
তার ভাবিকাল

প্রাচীন সৌধ
স্মৃতির নক্ষত্র




বৃষ্টি ১৭
বৃষ্টি প্রফেসার
গোলাপি ব্রেসিয়ার
স্লিভ লেস শহর

আমি তাকে ফিল করি
প্রতিটি রোদ ড্রিল করি
কিচির মিচির রিলিফ
অ্যাকটিভ করে দেখি
রেডিওর ছাতাটি

গালে টোল পড়ে কিনা




বৃষ্টি ১৮
তুমি খেলতেছ সূর্যের সাথে
লম্বাঘড়ির সাথে বেঁটেঘড়ির সাথে
তুমি খেলতেছ শিমুলফুল
ডাগর টিয়া যৌথ বকুল
গোপন প্রাণের সাথে
খেলতেছ দিলদার

আমিও খেলতেছি ডিপ্রেশন
করবীর  গাছ
পাতাসকলের ভ্যানগগ
যারা বহু অপেক্ষায়
শিশিরমঞ্চে মরে যাওয়া শীতকাল
খেলতেছি হিয়ার সাথে
বরফের সাথে ডাংগুলি

বৃষ্টিও খেলতেছে

আমাকে তোমাকে
আমাদের সেক্সপীড়া
চুনকামের ছক্কা পাঞ্জা
দেওয়াল শীতল আর
ঠাণ্ডা অন্তরবাস

রেইনড্যান্স জড়ানো
ইট কাঠ পাথর
কড়ি আর বর্গাও
খেলতেছে দেদার
বৃষ্টি




বৃষ্টি ১৯
বৃষ্টির কোন শব্দ নেই

ফোঁটা ফোঁটা টিনের চাল
কাগজের নৌকো
শিরা ধমনী স্পন্দন

বৃষ্টিতে ডুবে মরতে গেলাম
আমাকে বাঁচালো পুলক
বৃষ্টির ছোট ছেলে সকাল




বৃষ্টি ২০
ইউ টিউবের ভেতর দিয়ে
বৃষ্টি এলো হেঁটে
বহু পুরনো গানে
ভিজে সারা মান্না দে

আমাদের পুরনো সুর
বৃষ্টির চেয়ে পাল্লায় ভারি
গল্পের শুনশান
আমাদের সকল গান
রোম রোম টান টান

আজ বকলমে নতুন
পেয়ালা ফেরত
সদ্য হারানো পদ্যের দৃষ্টি
গত বছরের গদ্যস্নান