বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

কাশীনাথ গুঁই



কাশীনাথ গুঁই


কণিকা।
কাগজের নৌকাতে -
অনেক কথা লেখা আছে।
মনের মাঝে আরো খানিক -
রোদনখানা বরফ জমা
পাহাড়খানির বসত আছে।








ইচ্ছে।
ভাবনারা কিছু বাধাই মানতে চায়না। 
ইচ্ছা ঘোড়া ছুটিয়ে চলে যায় কোন কথা না শুনে।
বয়স বাড়েনা মনের।
সাথী খোঁজে মনের ভাবনার আলো
ভাগ করে নিতে আমরন।
তার মানে আপন অস্তিত্ব
বলি দেওয়া নয়।








অকারণ!!
যে কবিতা লিখেছি
তোমার গানের সুরে,
জানি তা পড়েও দেখোনি।
যে দিনলিপি
পাতাজোড়া তোমার স্বপ্নে,
সেই স্বপ্নের গন্ধে শুধুই স্মৃতি ভরা।
যে পরশে মিছে আবেগ
সময় তাকে কবেই কেড়েছে,
তবুও কাজের ফাঁকে তারই আবেশ।









সেপ্টোপাস।
ক্ষমতার অলিন্দে দাঁড়িয়ে,
মানুষের রক্তে বীজ বোনা
আজ তোমাদের পেশা।
ভুলেছ এটা সর্বনাশা।
বারেবারে একই নেশা
কেড়েছে অনেক প্রাণ।
তবুও এজগতে আজও
মানুষের দৃঢ় অবস্থান।








অনামী
উৎস
মানুষ।
ঠিকানাহীন
একটা ফানুস।

হাওয়া ফিরলেই
জগডুমুর।