সঙ্গীতা দাশগুপ্তরায়
যেমনটা এককালে হত
ফাল্গুনী ছেঁড়াখোঁড়া আলো
কলেজের পথে কে কুড়ালো
তুলে
নিল ডায়রীর ভাঁজে
সেই আলো চুপিচুপি রোজ
বয়ে আনে পালকের খোঁজ
মেয়েকে শোনায় বসে সাঁঝে
মেয়ে, সেও স্বভাব রূপসী
পালকের চোখে সে উপোষী
চোখ রাখে, সাজায় কাজল
পালক তো 'ইতি বশীভূত'
কাকভোরে খুঁজে নিয়ে ছুতো
জল রঙে আঁকছে বাদল ...
বাদল ধারায় নামে হাসি
কিছুমিছু ভালোবাসাবাসি
সুগন্ধে মেতে ওঠে পাড়া
পালকে আলোতে যায় মিশে
চাঁদ এসে বসে কার্ণিশে
তারপর...
"সুখে থাক তারা"
"সুখে থাক তারা"
মিডিওকার ফেয়ারিটেল...
ঠোঁটের কোনে জ্বলছে সিগারেট
ট্রাম রাস্তা।
রোজদিনই তোর দেরী!
সন্ধে নামে এ পাড়া ও পাড়ায়
আমরা সাজাই নিরুদ্দেশের ফেরি
মাসের শেষে শুকনো পকেট। ঘাম
নোনতা দেওয়াল, চায়ের ওপর সর
রাতবিছানায় একলা মৈথুন
নখের ডগায় উঠতি বাজারদর
ঘুমের ঘরে ক্যালেন্ডারের দাগ
দিন আনা দিন খাওয়ার চক্কর
মুখ নামিয়ে প্রেমের যাওয়া আসা
ফেরার পথে "আমি কি তোর পর?
একটা কিছু জুটেই যাবে,দ্যাখ"
-না
জুটলে! তুই দেখে নে পথ
এক দৌড়ে চলতি বাসে ওঠা
এক লহমায় ব্যর্থ মনোরথ
মাস পয়লা। টপ-আপ লাগাই ফোনে
মাস পয়লা। আবার পায়ে বেড়ি
ঠোঁটের কোনে জ্বালিয়ে সিগারেট
দাঁড়িয়ে আছি।
আজকেও তোর
দেরী..
বোঝাপড়া
মৌন ছিলে তুমি তবু শুনেছিলাম স্বর
আভোগীতে ভেসেছিল ভুবনডাঙার চর
আভোগীতে ভেসেছিল ভুবনডাঙার চর
মৌন ছিলাম আমি তবু বুঝেছিলে মন
ঝাপসা দেওয়াল ভেঙ্গেছিল প্রবল বরিষণ
ঝাপসা দেওয়াল ভেঙ্গেছিল প্রবল বরিষণ
মৌন ছিল চোখ তবু বাড়িয়েছিলাম হাত
মাঝদরিয়ায় এড়িয়েছিলাম টুকরো অভিঘাত
মাঝদরিয়ায় এড়িয়েছিলাম টুকরো অভিঘাত
মৌন আজও প্রেম তবু মুখর এখন বোধ
আলতো ছোঁয়ায় ভেঙে দিলাম সকল অবরোধ
আলতো ছোঁয়ায় ভেঙে দিলাম সকল অবরোধ
অহংপত্র
কে তোমায় বন্দী করে সন্ধিতে বাজায় ভায়োলিন!
কে তোমায় ভুলে গিয়ে সুরে খোঁজে বিরহ, নাজনীন!
কে তোমায় ভুলে গিয়ে সুরে খোঁজে বিরহ, নাজনীন!
কে শোনায় বিসমিল্লা বেলোয়ারি মধুক্ষরা রাতে !
কে মায়াসুবাস খোঁজে চতুর্থীর চাঁদ জোছনাতে !
কে মায়াসুবাস খোঁজে চতুর্থীর চাঁদ জোছনাতে !
কে ভুলে সরল পথ ঘুরে ফিরে বাঁকা পথে আসে!
বাতাসে পাকিজা প্রেম উড়িয়ে কে বলে ভালোবাসে!
বাতাসে পাকিজা প্রেম উড়িয়ে কে বলে ভালোবাসে!
কে তোমার সুর্মাতে মিশিয়ে রঙিন ফুলকারি
ভুলতে বলেছে বাকি, শিখিয়েছে "আমি তো তোমারই"
ভুলতে বলেছে বাকি, শিখিয়েছে "আমি তো তোমারই"
যাও তাকে বলো গিয়ে আজ রাতে খুশির দাওয়ত
চোখে চোখ রেখে দোঁহে জিতে নেব জাফরানি মওত ...
চোখে চোখ রেখে দোঁহে জিতে নেব জাফরানি মওত ...
যাও, তার
দিল্লগী মেনে নিয়ে বলো কানে কানে
ভালোবেসে হেরে যাওয়া কাকে বলে এ প্রেমিকা জানে...
ভালোবেসে হেরে যাওয়া কাকে বলে এ প্রেমিকা জানে...
যা বলা
বাকি রয়ে গেছে
মুহুর্তকাল থমকে ছিল
গতি
মুহুর্তকাল দাঁড়িয়ে ছিল জলও
ছিন্ন হওয়াই যদিও ছিল রীতি
বাঁধনটুকুর ছিল হাজার ছলও ...
আপোষ ছিল কাজল কালো চোখে
অচিরপ্রভা যদিও দিত হানা
ভরাডুবির পরোয়ানার ভয়ে
মাঝগাঙেতে সাঁতার ছিল মানা
তবুও আমি পেরিয়েছিলাম নদী
তবুও আমার অমাবস্যায় চাঁদ
যদিও তুমি চাওনি পিছন পানে
ভেবেছিলে পেরিয়ে গেছ ফাঁদ
আসলে তো যোজনব্যাপী প্রেমে
পা রেখেছ, পেরিয়ে গেছ পথ
অপেক্ষাতে জাগছে ঘাটে একা
জিয়নকাঠি, ব্যর্থ মনোরথ ...
মুহুর্তকাল দাঁড়িয়ে ছিল জলও
ছিন্ন হওয়াই যদিও ছিল রীতি
বাঁধনটুকুর ছিল হাজার ছলও ...
আপোষ ছিল কাজল কালো চোখে
অচিরপ্রভা যদিও দিত হানা
ভরাডুবির পরোয়ানার ভয়ে
মাঝগাঙেতে সাঁতার ছিল মানা
তবুও আমি পেরিয়েছিলাম নদী
তবুও আমার অমাবস্যায় চাঁদ
যদিও তুমি চাওনি পিছন পানে
ভেবেছিলে পেরিয়ে গেছ ফাঁদ
আসলে তো যোজনব্যাপী প্রেমে
পা রেখেছ, পেরিয়ে গেছ পথ
অপেক্ষাতে জাগছে ঘাটে একা
জিয়নকাঠি, ব্যর্থ মনোরথ ...