ইথার জমা
তুই
মেহেরাব
শাহরিয়ার
প্রতিদিনকার জমা ভালোবাসারা
আজ দ্বিধায়িত।
বিজ্ঞানীরা নাকি বলছে-
ইথার বলে কিছু নেই।
অথচ বিশাল নদীর ভাসাই কোলাহলে
মাঝেও
পৃথক করতে পারি আমি,
তোর সেই কলকলে হাসিটা,
এক সময়ের রুটিনগত-
ভালবাসি বলার ছন্দটা।
.
তুইসহ সবটাই যে বুক নামক
বিশাল ইথারে আজো জমা।
তারপরেও কি বলবি ওহে
বিজ্ঞানী-
ইথার বলে কিছু নেই?
ক্ষুদা
মেহেরাব
শাহরিয়ার
সেদিন বাতাসা বৃষ্টিতে
বিকেল বারান্দায় আসতে
বলেছিলাম-
আসনি আর।
.
বলেছিলে -
চা করতে ব্যস্ত থাকবে,
এখন থেকে প্রতিদিন।
এরপর কেটে গেছে শতেক বছর-
আমার চায়ের কাপটায় একলায়
উড়েছে অজস্র নিরব ধুয়া।
অস্ফুট্ট আলোতে
হাত ধরার মায়াগুলো আজ ভুলে
যেতে শিখেছে। ,
ব্যালেন্সহীন মুঠোফোনে জমানো
সমস্ত পরাবাস্তব ক্ষুদে
বার্তা
ব্যাক স্পেস বসিয়ে মেনে
নিয়েছে-
ক্ষুদারা সব ধ্রুপদী,
এক ভয়ানক জন্মগত অপরাধ!
ব্যস্ততা
মেহেরাব
শাহরিয়ার
প্রিয়তা,
বেকার জীবনটাতেই সব চেয়ে বেশি
ব্যস্ততা থাকে।
সে এক অলিক সপ্নে দেখার
ব্যস্ততা।
তবে মজার ব্যাপার কি জানিস?
সে সব সপ্নের প্রতিটা ক্ষণ
মুহুর্তে থাকে ৫৭ হাজার বর্গ মাইলের আক্ষেপ।
আক্ষেপ শুধু তোর ওই ব্যস্ত
জীবনটার মত
সব ভালবাসার অমুখাপেক্ষী হয়ে
একটিবার বলে দিতে পারার -
হ্যালো প্রিয়তা,
শুনছো;
আজ আমি না-একটু ব্যস্ত।
জয়েতু
বায়োমেটিক্স স্বাধীনতা
মেহেরাব
শাহরিয়ার
২৬শে মার্চ নতুন সূর্যটা
আজও পোজ করা ডিমের মতই লাল।
খোকাবাবুর সকালের নাস্তার
প্লেটেই শুধু মানায়।
.
আমিষ, স্নেহ, শর্করার
বড্ড দরকার তাঁর।
ব্যস্ত বাবু যে, মোমবাতি
জ্বালাবে,
নগদে কিনে আনা ফুলের তোরায়-
রঞ্জিত করবে ব্যাক্তিগত
সম্পত্তির ওই
ব্যবসায়িক মিনার।
.
বাহ বাহ বাবু।
তোর জন্য আজ এই স্বাধীনতা!
রমণীর খোপায় তুই পরাবি না?
আজ তোর-
ছয় কোটি ব্যাংক ব্যালেন্সেই
যে ছয় দফা রচিত।
আর ছোটলোক বেশ্যা পাড়ায়
ভাতের হাড়িতে টুটি চিপে ধরে
আত্মহত্যা করেছে- বাংলাদেশ!
.
তাই আজ কাফনের কাপড়ে
উড়ছে দেশের ভিতরের
আরাক দেশটার পতাকা।
তবুও বলি কি,
জয়েতু- বায়োমেট্রিক্স
স্বাধীনতা!
বেঁচে
আছে আকাশ
মেহেরাব
শাহরিয়ার
প্রিয়তা,
আর লিখবো না বলেছিলাম। সত্যিই
বলেছিলাম।
কিন্তু কি করবো বল?
সেদিন যে তুই-আমি শপথ
করেছিলাম যতদিন আকাশটা বেঁচে থাকবে
তত দিন প্রতিদিন ভেবে যাব
আমারা আমাদের।
.
জানি তুই ভুলে গেছিস ঢেঁর
আগে- তবে আমি
যে বৃহস্পতির বলয়টার মত
প্রতিদিন তোকে নিজের মাঝে আগলে
রাখার যুদ্ধ করছি।
দেখে যাচ্ছি সে এক অদ্ভুত
স্বপ্ন!
.
হ্যা জানি, বলবি
অবান্তর!
তাই আমি এর নাম দিয়েছি-
ভালোবাসা !
ভালো থাকিস- অযথা।
সবসময়।
.