শনিবার, ২১ মে, ২০১৬

মোঃ সরোয়ার জাহান




হঠাৎ বৃষ্টি __
মোঃ সরোয়ার জাহান
লুকোচুরি খেলার বিভোর দৌড়ে
অর্ধেক ঔজ্জ্বল্য নিয়ে তোমার দুচোখেতে
দুজনে মিলে
অসম্ভব কি সৃষ্টি সর্বকালের উৎকৃষ্ঠ যুগল ?

এসব এখন ধুলোয় মিশে মিশে
শীতল সমাধিক্ষেত্র জানি
তবু অভীষ্ট ক্ষণগুলোকে
বহুবলে পূর্ণতার সাতপাকে বাঁধি ;
স্নিগ্ধ অবসরে ভাষা পেতো যদি মনের কথাটি
নাইবা হলো সে হৃদয়ের আমি তো নই যুবরাজ !
বিশ্বাস করো ইচ্ছেও নেই ভেবে নিও অনুচর
আমাদের পাগলামোকে অকাট্য যুক্তির
এক কোনে মিথ্যে প্রমান করোঅনন্তের পথে?

যখন আমি অন্ধকারে
কলম ডুবিয়ে
বাঙালীর ইতিহাস লেখায় অসম্ভব ব্যাস্ত
ঠিক তখন প্রশান্ত আকাশে
পরমানু বিস্ফোরণের ধোয়া…!

শিশিরের শব্দের মতো ঝরে যায় স্নেহ
সম্পর্কিত ধমনীতে যে রক্ত
প্রবাহিত মায়ের নাড়ির সাথে
সে রক্তে এখনও খেলা করে
অসান্ত জীবনের সুর
একাকী নিঃসঙ্গ থাকে শুধু সুখহীন জ্বর
তবু দেখ কি দারুনহঠাৎ বৃষ্টি এলো ঝেঁপে !







প্রহেলিকা __
মোঃ সরোয়ার জাহান
যৌবনের দৃপ্ত অহঙ্কারে
দু'চোখে নীল মেখে দিয়ে
নিরবে চলে যায়  বর্ষা, শরৎ ,হেমন্ত'রা... 
খুঁজে ফিরি পথের ঠিকানা
নিস্তরঙ্গ জলে স্থির
রহস্যময় সুন্দরে অলীক নীরবতায় !
যে উৎকন্ঠা প্রতিদিন হানা দেয় মনে
যে ব্যথা টনটন করে ওঠে
হৃদয়ের প্রকোষ্ঠে
শতাব্দীর পর শতাব্দী ধরে
এখন নারীর শরীরে
আর কল্পনার উম্মাদনা নেই
সেই কবেকার ফেলে আসা
পায়ের ধুলো,এখনও
মাটিতে ঢেলে দিচ্ছে বিষ !
শুধু শতাব্দীর সন্ধিলগ্নে
স্নেহহীন, স্বপ্নহীন আড়ষ্ঠ পাথর
যেন এক বুক তৃষ্ণা নিয়ে
জেগে আছে নিদ্রার কিনারে
যেতে হবে বহুদূরে....!
ভুলে যাওয়া কিছু স্মৃতি থেকে
উঠে আসে আলোকিত 'প্রহেলিকা'
শরীরে তখন অসহ্য উত্তাপ
দিলাম ঝাঁপ নগ্ন জলস্রোতে
ওষ্ঠের লাবণ্য শুধু ছুয়ে গেলো !!!







অতঃপর ___
মোঃ সরোয়ার জাহান
সময় নেই
আর
চিবুকে অশ্রু ফেলার
আর সময় নেই
সুজোগ পেলেই
পৌরুষ'কে ছুঁয়ে দেখ'বার
শুধু কেন ?বেপথু দূরগামী ..কোন পুরুষ বৃথাই ডাকে..
যখন বন্ধন ছিঁড়ে গেছে দ্রুত লঘুভারে মেঘেদের বৌভবে !
সুডৌল বাহু কতোই না জেনেছি ,এ জীবনে
দেখছি জীবনের শ্রেষ্ঠতম ক্ষণ
এক পলকে যা মিলিয়ে যায়নি বহু শতাব্দী পড়েও;
এমন হেমন্তের
 ত্রস্ত মুখোশের মুখে আগামীর প্রহরে
হয়তো অট্রহাসিতে
ফেটে পড়ছে  তুষার বৃষ্টি
তার দীর্ঘ নিঃশ্বাস
ইথারের তরঙ্গ ভেদ করে কোথায় যে ঘাঁপটি মারে
এ চোখে দেখা হবে না আর পরিচিত ছন্দের মতো
দুঃখ কিম্বা হৃদয়ের গভীরে রক্তে রাত্রির চলাচলে
হয়তো অশ্রু বুড়ো আঙুল দেখাবে আমাদের অতঃপর  ।।







স্বপ্নকূপ
মোঃ সরোয়ার জাহান
হতাশার প্রসারিত উঠোন পেরিয়ে
রক্তলাল চোখ বেয়ে বেয়ে
পৌঁছোবো কি কোন প্রার্থনা
নীল স্বপ্নকূপে……!
চিরকালের বাঁধভাঙ্গা
শ্রমিকের রক্তের
তুমুল তুফান
চতুর্দিকে ঝলসানো জনযুদ্ধ..!
শিল্পের ভাষায়
কেবল মাথা তুলেছি মাত্র ….!

ফিরে যায় স্নায়ু
আলোর উৎসস্থলে
হৃদপিন্ডের দ্রুতগামী রক্তে
ধুয়ে যায় কালিমা ও গ্লানি
এক অনিবার্য নিয়ম খেলায়..!

মানুষের স্বাধীনতার জন্য.....!







ফেনিল স্বপ্ন __
মোঃ সরোয়ার জাহান
তন্দ্রালু অবসাদে
হৃদয় জ্বলে
প্রোথিত শীতল মৃত্তিকার গভীরে...!
যেন ভাসমান চাঁদের নিচে
মেঘমালারা অকথিত অনুরাগে
অবিরাম উল্লাসে নাচছে কি উদ্দাম কলো-হাস্যে.....!
পর্দা পড়বে জানি
শেষ অস্কের একদিন
তবু গর্বে যেন
মাটিতে পা'ই পড়ে না ..
কেবল গলার জোরেই
সত্যি কি নিষ্ঠুর এই এ গলা বাঁজি......!

বয়ে চলে বাতাস জানালাটাও খোলা
যায় কি চেনা ,ওহে ভাসমান মেঘমালা
উড়ে উড়ে সুমুদ্রের বুক জুরে, ডুব সাঁতারে
মিশে যাই কি ফেনিল স্বপ্নে তুমি ;আমি ..!
=========================