আকাশ
মোহাম্মদ
আন্ওয়ারুল কবীর
মেঘের ওপাশে উড়ে যেতেই সে দেয়
লাফ
আমার আর আকাশ ছোঁয়া হলো না -
আকাশ কি তবে আরো দূরে, ছেয়ে
থাকে আরশ
হাবলে চোখ রেখে আজো আমি আকাশ
দেখি
বড় সাধ জাগে একবার ঢুকে পড়ি -
ত্রিকালজ্ঞ তিনিও কি আমারি
মতোন আকাশকাতর
হাতড়ে বেড়ান অধরাশরীর!
--
নারী
মোহাম্মদ
আন্ওয়ারুল কবীর
একদিন মানুষ ছিলে বটে
সময়ের সিঁড়ি বেয়ে বেয়ে হঠাৎ
হয়ে গেলে নারী
যোনীতে জমাট বেঁধে যায় সব
সম্ভ্রম -
মূল ভুলে গেছি আমরা, বিভ্রমে
তুমিও আছো।
ছায়ার
ঘোরে
মোহাম্মদ
আন্ওয়ারুল কবীর
কায়াকে ছাড়িয়ে বিস্তার পায়
ছায়া
ঘোরখোয়াবে বন্দী চোখ, নেশায়
টলোমলো
বেজে উঠছে সোহাগ রাতের
তানপুরা
তুমি আছো কী বা নাই -
ফ্রয়েড সাহেবের নীরব বিউগল
করে যাই তবু মৈথুন ছায়ার
সাথেই
আহা কতোসুখ!
দূরবীনচোখে
মোহাম্মদ
আন্ওয়ারুল কবীর
দূরবীনচোখে ছোঁয়া লাগে
সুড়ঙ্গমুখের চমক
বিবর্তনের দড়ি বেয়ে নেমে আসছে
অতিমানবেরা
দু'শ, তিনশ
কিংবা হাজার বছর পর -
নিশ্চিত হাতড়াবে জিনমানচিত্র
জেনে যাবে, সভ্য
হতে হতে কীভাবে আমরা অসভ্য হয়ে গেছি।
পরিহাস
মোহাম্মদ
আন্ওয়ারুল কবীর
কর্পূরউড়ালে ছুটে চলে
চিরবিচ্ছেদ শোক
মৃতদের গায়ে শ্যাওলা জমে
ফসিলপাঠের ফাঁপড় নেয় ক'জনায়!
জলজ্যান্ত তুমি আছো এই শহরে -
চিরবিচ্ছেদ নয়, তবে
বিচ্ছেদ তো বটেই
বিভাজন রেখায় শুয়ে আছে
চাপাকান্না
কাঁদি আমি -
তুমিও কি কাঁদো?