মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

অনিন্দিতা সেন


অনিন্দিতা সেন

ঘুণপোকা

ক্ষয়ে যায় দেহ,
কুরে কুরে খায় ভেতরের
ঘুণপোকা...
শরীর তা টের পায় না!
জলে ভ'রে যায় যকৃৎ, ফুসফুস
নিঃশ্বাস বদ্ধ
বিষোদগারের বিভীষিকা,
সময় তা টের পায় না!
ম'রে প্রেম, ভালবাসার আশ্লেষ
মনের শুকনো ক্ষতে
দহনের প্রলেপ...
মন ও কি তা টের পায়?






আত্মজা

আর মোমবাতি নয়,
এসো আমরা মশাল জ্বালি।
হোক্ দিকে দিকে আলোর
উদঘাটন ...
সোচ্চার প্রতিবাদে এসো
পথে নামি।
মিছিলে মিছিলে ভরে দিই
শহর প্রান্তর...
গর্জে উঠুক ধিক্কার সমুদের মত!
নড়বড়ে শাসন মেরুদণ্ড কে
ধুয়ে দিক অতলান্ত প্লাবন!
ভাসিয়ে নিয়ে শিথিল আইন
সুনামির আবশ্যকিতায়!
রুখে দিয়ে আর কোন না- বালকের
দুঃসহ স্পর্ধা,
বর্বরতায় রচিত অসভ্যতার
ইতিহাস,
জায়া, জননী, আত্মজার
গ্লানিময় অধ্যায়,
এসো আমরা মানব মিছিল গড়ি!
সাক্ষী থাক...গর্ভ ধারিণীর
যোনীপথের সুতীব্র আর্তনাদ!







ভাল থেক

অনেকদিন তো হয়ে গেল একা একা থাকা,
সেই রোদ গলে যাওয়া সময় থেকে....
তাই... না!
বুঝতে পারি সংগী চাই তোমার
সুখ দুঃখের সাথী!
তাই কি চেতনে অবচেতনে
দেখা দিচ্ছ বারে বার?
মূল শুদ্ধ নাড়িয়ে দিতে জাগতিক 
মনন!
জানি...সময় হয়েছে নিয়ে যাবার
কিন্তু এই যাওয়াটা কি আরো একটু
মসৃন হতে পারত না!
আরো একটু কষ্টবিহীন!

অনিন্দিতা সেন, আসানসোল